Advertisement
Advertisement
Shahid Afridi

‘এসো এককাপ চা খাই’, অভিনন্দন বর্তমান পর্ব মনে করিয়ে ধাওয়ানকে খোঁচা আফ্রিদির

পহেলগাঁও হামলার পর থেকেই যাচ্ছেতাই বলে যাচ্ছেন আফ্রিদি।

Shahid Afridi stoops to new low after Shikhar Dhawan criticism
Published by: Subhajit Mandal
  • Posted:April 29, 2025 7:57 pm
  • Updated:April 29, 2025 7:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত বিরোধিতায় আরও নির্লজ্জ শাহিদ আফ্রিদি। এবার বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের পাকিস্তানে আটকে পড়ে যাওয়া প্রসঙ্গ তুলে শিখর ধাওয়ানের পোস্টে গিয়ে ভারতীয়দের খোঁচা দিয়ে এলেন তিনি। ভারতীয়দের উদ্দেশে প্রাক্তন পাক অধিনায়কের কটাক্ষ, “বেশি তর্ক করে লাভ নেই। চলো তোমাকে চা খাই।”

Advertisement

পহেলগাঁও হামলার পর থেকেই যাচ্ছেতাই বলে যাচ্ছেন আফ্রিদি। এর আগে ভারতীয় সেনা বাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। প্রাক্তন পাক অধিনায়ক বলেন, “ভারতে বাজি ফাটলেও দোষ চাপানো হয় পাকিস্তানের ঘাড়ে। কাশ্মীরে প্রায় ৮ লক্ষ সেনা আছে। তা সত্ত্বেও এমন ঘটনা ঘটেছে। এর অর্থ, তারা এতটাই নিষ্কর্মা আর অপদার্থ যে, সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারেনি।” আফ্রিদির সেই মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ গোটা ভারত। ক্রিকেটমহল থেকেও ওই মন্তব্যের তীব্র নিন্দা শোনা যাচ্ছে।

প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানও আফ্রিদির মন্তব্যে ক্ষোভপ্রকাশ করেন। ১৯৭১ মনে করিয়ে ধাওয়ান আফ্রিদির উদ্দেশে লেখেন, “কদিন আগে কার্গিলেও তো হারালাম। এত নিচে নেমে গেছ, আর কতটা নামবে? তাই উলটো পালটা মন্তব্য না করে নিজের দেশের উন্নতিতে মনোনিবেশ করো। আমারা ভারতীয় সেনার জন্য গর্বিত।” ধাওয়ানের এই সপাট জবাব ঠিক হজম হয়নি আফ্রিদির। এবার একেবারে নিম্নরুচিতে নেমে গিয়ে জবাব দিলেন প্রাক্তন পাক অধিনায়ক। আফ্রিদির ধাওয়ানের সেই পোস্টে গিয়ে মন্তব্য করেন, “এসব হারজিতের কথা ছাড়ো। চলে তোমাকে এক কাপ চা খাওয়াই।”

কেন চা পানের কথা বললেন ধাওয়ান? আসলে প্রাক্তন পাক অধিনায়ক কৌশলে মনে করিয়ে দিলেন ২০১৯ সালের বালাকোট এয়ারস্ট্রাইকের পর বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের পাকিস্তানে আটকে যাওয়া প্রসঙ্গ। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় জম্মু থেকে শ্রীনগরের যাওয়ার পথে সিআরপিফ-এর কনভয়ে বিস্ফোরণ ঘটায় জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠী। ওই বিস্ফোরণে শহিদ হন ৪০ জন জওয়ান। ১২ দিনের মাথায় আকাশপথে পাকিস্তানের বালাকোটে ঢুকে জইশের জঙ্গিঘাঁটিতে পালটা হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। ধ্বংস করে দেয় বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি। এরপর আকাশপথে ভারতে ঢুকে পালটা হামলার চেষ্টা চালায় পাকিস্তানি যুদ্ধ বিমান এফ-১৬। যদিও ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের সেই পরিকল্পনা সফল হতে দেয়নি। উইং কমান্ডার অভিনন্দন মিগ-২১ নিয়ে পাক যুদ্ধবিমানটিকে ধাওয়া করে সেটিকে ধ্বংস করে দেন। কিন্তু অধিকৃত কাশ্মীরে তাঁর বিমানটি ভেঙে পড়ে। অভিনন্দকে বন্দি করে সে দেশের সেনা। সেসময় পাক সেনা আধিকারিকদের হেফাজতে অভিনন্দনের চা খাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই পর্বের কথাই মনে করালেন আফ্রিদি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ