সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের সম্পর্ক আদায় কাঁচকলায়। বলা হচ্ছে, ইরফান পাঠান এবং শাহিদ আফ্রিদির কথা। সম্প্রতি ২০০৬ সালে ভারতের পাকিস্তান সিরিজ নিয়ে মন্তব্য করেছিলেন ইরফান পাঠান। কিন্তু টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসারের কথায় আমলই দিলেন না আফ্রিদি। সটান জানিয়ে দিলেন, পাঠান নাকি মনগড়া কথা বলেছেন।
এক টেলিভিশন শোয়ে আফ্রিদি বললেন, “আবদুল রাজ্জাক আমাকে বলেছে, এসব পুরোপুরি মনগড়া। ডাহা মিথ্যে কথা। ডগ মিট নিয়ে কোনও আলোচনাই হয়নি। আমি তাকেই পুরুষ মনে করি, যে মুখোমুখি হয়ে চোখে চোখ রেখে কথা বলতে পারে। কিন্তু পাঠান? ও তো কেবল পিছনেই কথা বলে। দম থাকলে সামনাসামনি আমাকে বলে দেখাক। তাহলেই তো ওকে কিছু বলতে পারব। ওর এই মিথ্যার বিরুদ্ধে কিছু বলার নেই।”
সম্প্রতি পাঠান একটি আলাপচারিতায় জানিয়েছিলেন, ২০০৬ সালে ভারতীয় দল পাকিস্তান সফরে গিয়েছিল। করাচি থেকে লাহোর যাওয়ার জন্য একই বিমানের ব্যবস্থা করা হয়েছিল। দুই দলের ক্রিকেটাররা একই বিমানে ছিলেন। সেই সময়েই আফ্রিদি মজা করে ইরফান পাঠানের চুল এলোমেলো করে সবার সামনে ‘বাচ্চা’ বলে মশকরা করেছিলেন।
ব্যাপারটা ভালো চোখে দেখেননি ভারতীয় পেসার। বিমানে তাঁর পাশে বসা আবদুল রজ্জাককে মজার ছলে তিনি জিজ্ঞেস করেন, “পাকিস্তানে কী ধরনের মাংস পাওয়া যায়?” রজ্জাক জানতে চান, কেন এই ধরনের প্রশ্ন করছেন পাঠান? সেই সময় আফ্রিদিকে নিয়ে মজা করে পাঠান বলেন, “এখানে কি ডগ মিট পাওয়া যায়?” পাঠানের মুখে এমন কথা শুনে রজ্জাক তো বটেই, চুপ করে যান আফ্রিদিও। এই প্রসঙ্গে পাঠান বলেছিলেন, “আফ্রিদি বুঝতে পেরেছিল কথার লড়াইয়ে পেরে উঠবে না। তাই আর কথা বাড়ায়নি।” যদিও পাঠানের কথা এবার অস্বীকার করলেন আফ্রিদি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.