Advertisement
Advertisement
Cricket

তৃতীয়বার বাবা হলেন শাকিব, সোশ্যাল মিডিয়ায় জানালেন সুখবর

চলতি বছরের প্রথম দিনই তৃতীয় সন্তান আসার কথা জানিয়েছিলেন শাকিব।

Shakib Al Hasan becomes father to a baby boy with Umme Ahmed Shishir | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:March 16, 2021 5:58 pm
  • Updated:March 16, 2021 6:13 pm  

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের (Bangladesh) অলরাউন্ডার শাকিব আল হাসানের (Shakib Al Hasan) সংসারে এল নতুন অতিথি। পুত্রসন্তানের বাবা হলেন তিনি। সোমবার শাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে এসেছে তাঁদের তৃতীয় সন্তান। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এই সুখবরটি শোনান শাকিব নিজেই।

Advertisement

সেখানে তিনি লেখেন, ”আল্লাহর দোয়ায় ১৫ মার্চ অর্থাৎ সোমবার সন্ধ্যায় আমাদের কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ওইদিনই আলাইনা ও এরাম তাদের ছোট ভাইকে প্রথমবার দেখেছে। ভাইকে পেয়ে তাঁরা খুব খুশি। স্ত্রী শিশির ও আমার সন্তানেরা সুস্থই রয়েছেন। আমাদের জন্য প্রার্থনা করার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আশা করি আপনারা আগামিদিনেও আমাদের জন্য প্রার্থনা করবেন। সবার জন্য অনেক ভালবাসা, শাকিব।”

 

By the grace of Almighty Allah, we have been blessed with a beautiful son on the eve of Monday, March 15, 2021. Alayna…

Posted by on 

[আরও পড়ুন: ভাইরাল বুমরাহ-সঞ্জনার বিয়ের এই বিশেষ মুহূর্তের ভিডিও, দেখেছেন আপনি?]

এর আগে চলতি বছরের প্রথম দিনই তৃতীয় সন্তান আসার কথা জানান শাকিব। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শাকিব তাঁর এবং স্ত্রী শিশিরের একটি ছবি পোস্ট করেন, যাতে আবার স্পষ্ট বোঝা যাচ্ছিল শিশির সন্তানসম্ভবা। শাকিব তাঁর পোস্টে লিখেছিলেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’ অবশেষে অপেক্ষার অবসান। শাকিবের সংসারে এল সেই নতুন অতিথি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই গত মাসে তিনি আমেরিকায় গিয়েছিলেন। একই কারণে শাকিব নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটিও নিয়েছিলেন।

এর আগে ২০১২ সালের ১২ ডিসেম্বর শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব। এরপর ২০১৫ সালের ৮ নভেম্বর প্রথমবার বাবা হয়েছিলেন বাংলাদেশ তথা ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। শিশির-শাকিবের সংসারে এসেছিল তাঁদের প্রথম কন্যাসন্তান আলাইনা। এরপর গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হয়েছিলেন শাকিব। মেয়ের নাম রেখেছিলেন এরাম হাসান। তবে সদ্যোজাতের নাম এখনও জানাননি শাকিব আল হাসান।

[আরও পড়ুন: অরিন্দমকে দোষ দেবেন না, প্রশ্ন করুন সেমসাইড গোল কী করে অফসাইড হয়: হাবাস]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement