Advertisement
Advertisement
Shakib Al Hasan

টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের ক্লাবে শাকিব, বিশ্বরেকর্ডও গড়লেন বাংলাদেশি তারকা

কোন নজির গড়লেন শাকিব?

Shakib Al Hasan Creates History as Bangladesh star joins the 500 T20 wickets club
Published by: Arpan Das
  • Posted:August 25, 2025 12:08 pm
  • Updated:August 25, 2025 12:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে নয়া ইতিহাস বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসানের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের হয়ে ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স শাকিবের। তিন উইকেট তুলে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নজির গড়লেন বাংলাদেশি তারকা।

Advertisement

সিপিএলে সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টের বিরুদ্ধে দু’ওভারে মাত্র ১১ রান দিয়ে তিন উইকেট তুলে নেন শাকিব। তিনি ফিরিয়ে দেন মহম্মদ রিজওয়ান, কাইল মেয়ার্স ও নবীন বিদাইসিকে। যার ফলে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের কীর্তি স্পর্শ করলেন শাকিব। পাকিস্তানি ব্যাটার রিজওয়ানকে আউট করেই স্পর্শ করেন ৫০০ উইকেটের অসাধারণ রেকর্ড। যার মধ্যে বাংলাদেশের হয়ে শাকিব পেয়েছেন ১৪৯টি উইকেট। বাকি উইকেট বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে। এর আগে রশিদ খান, ডোয়েন ব্র্যাভো, সুনীল নারাইন, ইমরান তাহিরের টি-টোয়েন্টিতে পাঁচশো উইকেট তোলার রেকর্ড আছে।

তবে এখানেই শেষ নয়। অ্যান্টিগা ও বারবুডার হয়ে ব্যাট করতে নেমেও কার্যকরী ভূমিকা নেন বাংলাদেশি তারকা ক্রিকেটার। ১৮ বলে ২৫ রান করে জয়ের রাস্তা সহজ করে দেন তিনি। ম্যাচের সেরাও হন শাকিব। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ৭৫০০-র উপর রানও রয়েছে তাঁর। আর শাকিবই একমাত্র ক্রিকেটার যাঁর টি-টোয়েন্টিতে ৭০০০-র উপর রান ৫০০ উইকেট রয়েছে।

একনজরে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট পাওয়া ক্রিকেটারদের তালিকা:
প্লেয়ার                     উইকেট     রান
রশিদ খান                 ৬৬০     ২৬৬২
ডোয়েন ব্র্যাভো         ৬৩১      ৬৯৭০
সুনীল নারাইন           ৫৯০      ৪৬৪৯
ইমরান তাহির            ৫৫৪      ৩৭৭
শাকিব আল হাসান    ৫০২      ৭৫৭৪

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ