Advertisement
Advertisement

Breaking News

IPL 2025 Closing Ceremony

সেনাকে সম্মান, শংকর মহাদেবনের পারফরম্যান্স, আইপিএল সমাপ্তি অনুষ্ঠানে দেশপ্রেমের উদযাপন

কোথায় কীভাবে দেখবেন আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান?

Shankar Mahadevan will perform in closing ceremony of IPL 2025
Published by: Anwesha Adhikary
  • Posted:June 3, 2025 9:30 am
  • Updated:June 3, 2025 1:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে (IPL 2025 Closing Ceremony) সম্মান জানানো হবে ভারতের তিন বাহিনীর বীরত্ব এবং শৌর্যকে। আগেই সেকথা জানানো হয়েছিল বোর্ডের তরফে। ফাইনালের আগের দিন জানা গেল, সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন সঙ্গীতশিল্পী শংকর মহাদেবন। সুর-তাল-লয়ের মাধ্যমে তিন বাহিনীকে সম্মান জানাবেন তিনি।

Advertisement

ভারতীয় বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন, “আমরা ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার এবং যোদ্ধাদের আমন্ত্রণ জানিয়েছি আহমেদাবাদে আইপিএল ফাইনালের দিন। ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য উদযাপনে। ভারতীয় বোর্ড দেশের সেনাবাহিনীর দুর্জয় সাহস, নিঃস্বার্থ সেবাকে সম্মান জানাচ্ছে। আর সেই কারণে বোর্ড ঠিক করেছে, আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান আমরা দেশের সেনাবাহিনীকে উৎসর্গ করব। আমাদের দেশনায়ক যাঁরা, তাঁদের সম্মানিত করব। ক্রিকেট আমাদের দেশে এক আবেগের বিষয়। কিন্তু সবার আগে দেশ। দেশের সার্বভৌমত্ব। দেশের নিরাপত্তা।”

সীমান্ত উত্তেজনার কারণে মাঝে দিনদশেক বন্ধ থাকার পর আইপিএল আবার শুরু হয়। নির্বিঘ্নে শেষ হতে চলেছে মেগা টুর্নামেন্ট। তাই ফাইনালের দিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি, এবং ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংকে। তাঁদের সম্মান জানিয়েই ফাইনালের আগে সঙ্গীত পরিবেশন করবেন বিখ্যাত শিল্পী শঙ্কর মহাদেবন। দেশপ্রেমের আবহেই সম্পন্ন হবে গোটা সমাপ্তি অনুষ্ঠান।

আইপিএল ফাইনালের খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটা থেকে। তার আগে সন্ধে ৬টা থেকে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান। সরাসরি সম্প্রচারিত হবে সমাপ্তি অনুষ্ঠান। স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে অনুষ্ঠান দেখা যাবে। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটেও সম্প্রচারিত হবে সমাপ্তি অনুষ্ঠান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement