সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষবার যখন টেস্ট সফরে ভারতীয় দল ইংল্যান্ডে গিয়েছিল, তখনও দলে ছিলেন শার্দূল ঠাকুর। সেটা ২০২১-২২ সালের কথা। সেবার সিরিজ ড্র হয়। মাঝে বাদও পড়েছিলেন শার্দূল। আবার ফিরে এসেছেন। ২০০৭ সালের পর ইংল্যান্ডে আর টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। এবার কি রোহিত-বিরাটহীন টিম ইন্ডিয়া জয় পাবে? সমস্ত সংশয় উড়িয়ে হুঁশিয়ারি দিয়ে রাখছেন ‘লর্ড’ শার্দূল।
তিনি বলছেন, “ইংল্যান্ডে খেলা সবসময় চ্যালেঞ্জের। একটা কারণ, এখানকার পরিবেশ। কখনও মেঘ, কখনও রোদ। দলে ব্যাট করো বা বল, সবসময় নিজেকে মানিয়ে নিতে হয়। আমাদের দলে অনেক নতুন প্রতিভা আছে, যারা এই কাজটা করার জন্য তৈরি।”
গত কয়েক বছর ধরে ইংল্যান্ডের অস্ত্র বাজবল। অর্থাৎ ঝড়ের গতিতে রান তোলা। সেটার পালটা দিতে তৈরি ভারত। শার্দূল বলছেন, “ইংল্যান্ড দল এখন ভিন্নধারার ক্রিকেট খেলছে। আমরা চাই ওদের চমকে দিতে। দেখিয়ে দিতে চাই, আমরা কী করতে পারি। বাইরের মাঠে সিরিজ জিততে সব সময় ভালো লাগে। আর যদি সেটা করতে পারি, তাহলে দেশের মানুষও খুশি হবে।” ২০২১ সালের সিরিজ ড্র হয়েছিল। কিন্তু লর্ডস বা ওভালে জিতেছিল ভারতীয় দল। সেটা যে ক্রিকেটজীবনের অন্যতম প্রিয় স্মৃতি, সেটাও বলেন শার্দূল।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে লোকচক্ষুর আড়ালে আন্তঃস্কোয়াড ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া। সেখানে শার্দূল ১২২ রানের অপরাজিত ইনিংস খেলার পর টিম ম্যানেজমেন্ট কিছুটা হলেও চাপে। নীতীশ কুমার রেড্ডি ও শার্দূলের মধ্যে কাকে প্রথম একাদশে দেখা যাবে, তা নিয়ে দ্বিধাবিভক্ত তারা। কিন্তু ইংল্যান্ডের উইকেটে বোলিংয়ে কার্যকরী ভূমিকা নিতে পারেন ‘লর্ড’ শার্দূল। তবে তিনি প্রায় দু’বছর কোনও আন্তর্জাতিক টেস্ট খেলেননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.