Advertisement
Advertisement
RCB

আরসিবির জয়ে ঘুচল দলের ভেদ, কাঁধে কাঁধ মেলালেন শশী-তেজস্বী সূর্য, ভাইরাল ভিডিও

ওয়াশিংটন ডিসি থেকে আরসিবিকে শুভেচ্ছা জানিয়েছেন দুই দলের সাংসদ।

Shashi Tharoor and Tejaswi Surya celebrates RCB winning IPL
Published by: Anwesha Adhikary
  • Posted:June 4, 2025 1:51 pm
  • Updated:June 4, 2025 1:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ময়দানে তাঁরা যুযুধান প্রতিপক্ষ। প্রকাশ্যে একে অপরকে ব্যক্তিগতভাবেও সমালোচনা করেছেন। কিন্তু সেই শশী থারুর এবং তেজস্বী সূর্যকে এবার মিলিয়ে দিল আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। দলের ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মেলালেন দক্ষিণ ভারতের দুই সাংসদ। ‘ই সালা কাপ নামদু’র খুশিতে মেতে উঠলেন তেজস্বী-শশী।

অপারেশন সিঁদুরের পর বিশ্বমঞ্চে ‘সন্ত্রাসী’ পাকিস্তানের মুখোশ খুলতে সম্প্রতি উপমহাদেশে ঘুরেছে সংসদীয় প্রতিনিধি দল। বিশ্বের নানা প্রান্তে ভারতীয় সাংসদদের একাধিক দল পাড়ি দিয়েছে। সেরকমই একটি দলের নেতৃত্বে ছিলেন তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর। সেই দলের অন্যতম সদস্য ছিলেন দক্ষিণ বেঙ্গালুরুর সাংসদ তথা বিজেপি নেতা তেজস্বীও। গত কয়েকদিন ধরে পানামা, গায়ানা, কলম্বিয়া, ব্রাজিলের মতো দেশগুলিতে গিয়েছেন তাঁরা।

দীর্ঘ সফর সেরে মঙ্গলবার রাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছে ভারতীয় সাংসদদের দল। যখন তাঁরা বিমানে, সেই সময়েই আইপিএল জিতেছে আরসিবি। তাই ল্যান্ডিংয়ের পরই খেলার ফলাফলে চোখ রেখেছেন দুই সাংসদ। আরসিবি জেতার খবর পেয়েই উচ্ছ্বসিত দু’জনে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শশী লেখেন, ‘ওয়াশিংটনে নেমেই প্রথম যে কাজটা করেছি সেটা হল আইপিএল ফাইনালের স্কোর দেখা। ১৮ বছর ধরে লড়াই করার পর ১৮ নম্বর জার্সিধারী বিরাট কোহলি আইপিএল জিততে পেরেছে। অনেক শুভেচ্ছা।’

আরও একধাপ এগিয়ে গিয়ে শশী থারুরের সঙ্গে একটি ভিডিও তুলে ফেলেছেন তেজস্বী। তাঁর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপি সাংসদের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে শশী। সেখানে তেজস্বী বলেন, ‘আমরা বিমানে থাকাকালীন আরসিবি আইপিএল জিতেছে। আমার সঙ্গে এখন রয়েছেন শশী থারুর, তিনিও আরসিবির সমর্থক। ওয়াশিংটন ডিসি থেকে আরসিবিকে অনেক শুভেচ্ছা জানাই।’ শশী-তেজস্বীর এই যুগলবন্দি দেখে নেটদুনিয়ার প্রতিক্রিয়া, দু’জনকে একসঙ্গে দেখে বেশ ভালো লাগছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement