Advertisement
Advertisement
India Cricket Team

বিশ্বজয়ী বাভুমাদের মতো… শুভমানদের তরুণ ব্রিগেডকে ‘হাল ছেড়ো না’ বার্তা শশীর

স্বভাবসুলভ ভঙ্গিতে গম্ভীরকে 'খোঁচা' দেওয়ার সুযোগ ছাড়লেন না কংগ্রেস সাংসদ।

Shashi Tharoor opens up on India Cricket Team for upcoming England Series
Published by: Arpan Das
  • Posted:June 15, 2025 1:14 pm
  • Updated:June 15, 2025 1:14 pm  

সন্দীপন বন্দ্যোপাধ্যায়, লন্ডন: ২০ জুন থেকে শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভরাডুবির পর নতুন অভিযানে টিম ইন্ডিয়া। রোহিত-বিরাটদের অবসরের পর মহাদায়িত্ব অধিনায়ক শুভমান গিলের কাঁধে। অন্যদিকে পরীক্ষায় বসতে হবে কোচ গৌতম গম্ভীরকে। লন্ডনে সেই সব নিয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর। উত্তর শুনে বোঝাই গেল, ক্রিকেট সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল তিনি।

শনিবারই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে দক্ষিণ আফ্রিকা। বাভুমার নেতৃত্বে ঘুচেছে চোকার্স তকমা। ইংল্যান্ডের মাটিতে তরুণ ভারতীয় দলকে সেটা থেকেই শিক্ষা নিতে বলছেন থারুর। তাঁর বক্তব্য, “এই সিরিজটার জন্য মুখিয়ে আছি। আমি বলব, হাল ছেড়ো না। দক্ষিণ আফ্রিকাকে দেখো। প্রথম ইনিংসে ১৩৮ রানে অলআউট হয়েও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল। ওরা যদি পারে, আমরাও পারব।”

নতুন অধিনায়ক যেমন আছেন, তেমনই কোচ গৌতম গম্ভীরকে নিয়েও অনেক প্রশ্ন উঠছে। গম্ভীরের কথা উঠতেই খোঁচা দেওয়ার সুযোগ ছাড়লেন না থারুর। তিনি বলেন, “গৌতিকে আমি খুব ভালোভাবেই চিনি। পার্লামেন্টেও আমরা একসঙ্গে ছিলাম। তবে সেখানে ওর খুব একটা দেখা মিলত না।” তারপর বলেন, “দিনের শেষে ফলাফলটাই আসল। সেটা দেখেই নাহয় বিচার করা হবে।” করুণ নায়ারকে নিয়েও আশাবাদী থারুর।

অন্যদিকে নতুন অধিনায়ককে শুভমানকে নিয়ে তাঁর বক্তব্য, “শুভমান এখনও অনেক কিছু শিখবে। ও খুবই পরিপক্ব ক্রিকেটার। ওর জন্য শুভেচ্ছা রইল। আশা করব ভালোই পারফর্ম করবে। নতুন ভারতীয় দলের জন্য এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।” শুভমান বা সাই সুদর্শনকে নিয়ে আশাবাদী কংগ্রেস সাংসদ।

তবে তাঁকে চমকে দিয়েছে রোহিত-বিরাটের অবসর। থারুর বলেন, “দু’জনের অবসরই আমাকে অবাক করেছে। তবু টেস্টে রোহিত কিছুটা সমস্যায় পড়েছিল। ওর অবসরটা তুলনায় কম চমকের। কিন্তু বিরাটের অবসর চমকে দিয়েছে। ও এখনও চূড়ান্ত ফিট। এখনও কয়েক বছর খেলতে পারত।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement