সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টার তফাৎ। তার মধ্যেই নিজের স্লোগান ‘ঢোঁক’ গিলতে হল কংগ্রেস সাংসদ শশী থারুরকে (Shashi Tharoor)। ওভাল টেস্টে (Oval Test) ভারতের চতুর্থ দিনের ম্যাচ চলাকালীন ধুয়ো তুলেছিলেন, ‘বিরাট কোহলিকে প্রয়োজন’। আর পঞ্চম দিনের শেষে ‘চক দে ইন্ডিয়া’ স্লোগান তোলার পাশাপাশি কার্যত মেনে নিলেন তাঁর বিশ্লেষণে ভুল ছিল। তবে ভারতীয় দলে এখনও কী কী ঠিক করা দরকার, সেটাও জানিয়েছেন থারুর।
ওভালে নাটকীয় ম্যাচে ৬ রানে জিতে সিরিজ ড্র করেছে শুভমান গিলের টিম ইন্ডিয়া। তারপর কংগ্রেস সাংসদ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘কী অসাধারণ জয়! শব্দও কম পড়ে যায়। যে দৃঢ়তা, লড়াকু মানসিকতা ও আবেগ দেখিয়েছে, তা এককথায় অসাধারণ। এই দলটা স্পেশাল। আমি দুঃখিত যে, গতকালের ফলাফল (ওভাল টেস্টের চতুর্থ দিন) দেখে আমি সন্দেহ প্রকাশ করেছিলাম। তবে মহম্মদ সিরাজ কখনও হাল ছাড়েনি। নায়কদের জন্য সাবাশি!’
Words fail me….WHAT A WIN! 🇮🇳🏏 Absolutely exhilarated & ecstatic for on their series-clinching victory against England! The grit, determination, and passion on display were simply incredible. This team is special.
I am sorry that I expressed a spasm of doubt about…— Shashi Tharoor (@ShashiTharoor)
সেই সঙ্গে তিনি ‘বিশ্লেষকে’র ভূমিকা নিয়ে এই সিরিজে কী কী ঠিক-ভুল হয়েছে, তাও ধরিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘প্রাপ্তির তালিকায় আছে গিলের ব্যাটিং, সিরাজের বোলিং, জয়সওয়ালের প্রতিভা, রাহুলের দৃঢ়তা, পন্থের লড়াই, ওয়াশিংটনের বহুমুখী ভূমিকা, জাদেজার ভরসা, প্রসিদ্ধ ও আকাশ দীপের উন্নতি। তবে এখনও উত্তর খুঁজতে হবে- মিডল অর্ডার শক্তিশালী করতে হবে। সরজফরাজ খানকে মনে আছে নিশ্চয়ই? জশপ্রীত বুমরাহর সাহায্যের জন্য আরও পেসার। পেসার-অলরাউন্ডার দরকার, হার্দিক পাণ্ডিয়া বিকল্প হতে পারে। চক দে ইন্ডিয়া!’
Takeaways for after :
Gill’s batting;
Siraj’s bowling;
Jaiswal’s flowering;
Rahul’s steadiness;
Pant’s brilliance;
Washington’s versatility;
Jadeja’s reliability;
Prasidh’s & AkashDeep’s improvement.Still need to find:
a strong middle order bat capable…
— Shashi Tharoor (@ShashiTharoor)
উল্লেখ্য, চতুর্থ দিনের ম্যাচের পর শশী থারুর লিখেছিলেন, ‘আমি এই সিরিজে বিরাট কোহলিকে বেশ কয়েকবার মিস করেছি। তবে এই টেস্টে ওকে যতটা মিস করেছি, কখনও তাকে এতটা মিস করিনি। ওর অসাধারণ ব্যাটিং দক্ষতা, ধৈর্য, আবেগ, মাঠে উপস্থিত থেকে দলকে অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা বাদ দেওয়া যায় না। যা যে কোনও মুহূর্তে ম্যাচের ফলাফল বদলে দিতে পারে। ওকে অবসর থেকে বার করে আনায় কি খুব দেরি হয়ে গিয়েছে? দেশের তোমাকে প্রয়োজন বিরাট।’ আর ওভালের ম্যাচের পর তাঁর অবস্থান বদলে দিলেন গিলরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.