সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাটকীয় জায়গায় দাঁড়িয়ে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। ওভালে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ৩৭ রান। ভারতের প্রয়োজন চার উইকেট। টিম ইন্ডিয়া জিতলে সিরিজ ড্র রেখে বিলেত থেকে দেশে ফিরবে। কিন্তু অনেকেই মনে করছেন, এই দলে বিরাট কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকলে সিরিজের ফলাফল অন্যরকম হতে পারত। দেশের বহু ক্রিকেটপ্রেমীর মতো কংগ্রেস সাংসদ শশী থারুরও ‘মিস’ করছেন কোহলিকে।
শশী থারুর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি এই সিরিজে বিরাট কোহলিকে বেশ কয়েকবার মিস করেছি। তবে এই টেস্টে ওকে যতটা মিস করেছি, কখনও তাকে এতটা মিস করিনি। ওর অসাধারণ ব্যাটিং দক্ষতা, ধৈর্য, আবেগ, মাঠে উপস্থিত থেকে দলকে অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা বাদ দেওয়া যায় না। যা যে কোনও মুহূর্তে ম্যাচের ফলাফল বদলে দিতে পারে। ওকে অবসর থেকে বার করে আনায় কি খুব দেরি হয়ে গিয়েছে? দেশের তোমাকে প্রয়োজন বিরাট।’ থারুরের এই পোস্ট সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
অর্থাৎ, কোহলিকে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানালেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা। উল্লেখ্য, ইংল্যান্ড সফরের ঠিক আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন বিরাট। তাঁর সিদ্ধান্ত দেশের ক্রিকেটপ্রেমীদের কষ্ট দিয়েছে। টিম ইন্ডিয়ায় তাঁর মতো ক্রিকেটারের অভাব অনুভূত হচ্ছে।
দেশের হয়ে ১২৩টি টেস্ট ম্যাচ খেলেছেন কোহলি। ৯২৩০ রান করেছেন তিনি। গড় ৪৬.৮৫। ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি হাফসেঞ্চুরির মালিক তিনি। সেরা স্কোর অপরাজিত ২৫৪। তাঁর ক্যাপ্টেনসিতে ৬৮টি টেস্টের মধ্যে ৪০টিতে জিতেছে ভারত। এখন দেখার, থারুরের কাতর অনুরোধে সাড়া দেন কি না কোহলি।
I’ve been missing a few times during this series, but never as much as in this Test match. His grit and intensity, his inspirational presence in the field, not to mention his abundant batting skills, might have led to a different outcome. Is it too late to call him out…
— Shashi Tharoor (@ShashiTharoor)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.