সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা, বিরাট কোহলির পর এবার চেতেশ্বর পূজারা। প্রথম দুজন টেস্ট থেকে অবসর নিয়েছেন। আর শেষের জন আন্তর্জাতিক ক্রিকেট থেকেই বিদায় জানালেন। এদের মধ্যে আরও একটা মিল আছে। রোহিত-বিরাট টেস্ট থেকে আর পূজারা সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেও ফেয়ারওয়েল পাননি। অথচ ভারতের টেস্টে পূজারার অবদান তো কম নয়। ‘ফেয়ারওয়েল পাওয়া উচিত ছিল’, সমর্থকদের পাশাপাশি পূজারাকে ‘বঞ্চনার’ বিরুদ্ধে সরব কংগ্রেস সাংসদ শশী থারুর।
রবিবার সকালেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান পূজারা। জাতীয় দলের জার্সিতে ১০৩ টেস্ট খেলে ৪৩.৬০ গড়ে ৭১৯৫ রান করেছেন। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ২০৬। ৩৭ বছর বয়সি পূজারা ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছেন ২০২৩-র জুন মাসে। যেটা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত হেরে গিয়েছিল সেই ম্যাচে। তারপর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি। ফলে ফেয়ারওয়েলও পেলেন না।
যা নিয়ে সোশাল মিডিয়ায় দীর্ঘ বার্তা শশী থারুরের। তিনি লেখেন, ‘পূজারার কিছু প্রমাণ করার ছিল না। ভারতীয় দল থেকেও বাদ পড়েছে। তবে, আরও কিছুদিন ও খেলতে পারত। আর অবশ্যই ওর যা অসাধারণ কেরিয়ার, তাতে একটা দারুণ, মর্যাদাপূর্ণ ফেয়ারওয়েল পাওয়া উচিত ছিল। আমি ওর স্ত্রীর লেখা ‘এক ক্রিকেটারের স্ত্রীর ডায়েরি’ পড়ছিলাম এবং পূজারা যা করেছেন তা অর্জন করতে কতটা সময় লাগে তা নিয়ে ভাবছিলাম। তিন নম্বরে ভারতের ভরসার মুখ হয়ে উঠেছিল ও। অস্ট্রেলিয়া সফরে পূজারাকে খুব মিস করেছি। ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছ, তার জন্য ধন্যবাদ।’
I can’t help feeling a pang of regret at the retirement of . Even if it was inevitable after his recent string of exclusions from the Indian team, and even if he has nothing left to prove, he deserved a little longer in the saddle and a dignified farewell worthy of…
— Shashi Tharoor (@ShashiTharoor)
অন্যদিকে পূজারার বিদায়ে বার্তা দিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীরও। তিনি লিখেছেন, ‘যখন ঝড় এসেছিল, তখন ও সামনে ছিল। যখন আশার আলো নিভে গিয়েছিল, তখন ও লড়েছিল।’ বীরেন্দ্র শেহওয়াগ লিখেছেন, ‘অসাধারণ টেস্ট কেরিয়ারের জন্য অভিনন্দন। তোমার লড়াই, তাগিদ, পরিশ্রম অনুপ্রেরণা জোগাবে। যা অর্জন করেছ, তার জন্য গর্বিত।”
He stood tall when the storm raged, he fought when hope was fading. Congratulations Pujji 🇮🇳
— Gautam Gambhir (@GautamGambhir)
Congratulations on a fabulous test career .
Your grit ,determination and hardwork was inspiring and you can be very proud of what you have achieved. Best wishes for a memorable second innings.— Virrender Sehwag (@virendersehwag)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.