সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জশপ্রীত বুমরাহকে নিয়ে উদ্বিগ্ন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। একাই কুম্ভ হয়ে টিম ইন্ডিয়ার বোলিং ব্রিগেডকে নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ। কিন্তু দেখা যাচ্ছে, টিম ইন্ডিয়ার অন্যান্য বোলাররা বেশ নিষ্প্রভ। ঠিক এই কারণেই চিন্তিত হয়ে পড়েছেন রবি।
তিনি বলেন, “আমি বুমরাহের ওয়ার্কলোড নিয়ে খুবই চিন্তিত। প্রত্যেক স্পেলে ও উইকেট পাক, এটাই প্রত্যাশা করে সবাই। যা সত্যিই চাপের। ওর বোলিং অ্যাকশন যতই অন্যরকম হোক, ক্যাচ না ফসকালে আরও উইকেট আসত। যাই হোক, আশা করব, উইকেটের অন্য প্রান্ত থেকেও কেউ যেন উইকেট পায়।”
অতীতেও দেখা গিয়েছে, একার হাতে বোলিং বিভাগকে টানছেন বুমরাহ। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর সিরিজেও তার ব্যতিক্রম হয়নি। অতিরিক্ত ওয়ার্কলোডের জেরে পঞ্চম টেস্টে চোটের কবলে পড়ে দল থেকে ছিটকে যেতে হয়েছিল তাঁকে।
সম্প্রতি জানা যায়, ইংল্যান্ড সফরে সবক’টা টেস্টে খেলবেন না বুমরাহ। তবে কোন ম্যাচগুলোয় তিনি নিজেকে বিশ্রামে রাখবেন, সে ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। বাকি ভারতীয় বোলারদের যা হাল, তাতে বুমরাহ সব ম্যাচে না খেললে ভারতের বোলিং বিভাগ অনেকটাই দুর্বল হয়ে পড়বে। উল্লেখ্য, বেন ডাকেটকে বোল্ড করে ওয়াসিম আক্রমের নজির ভাঙেন বুমরাহ। তাছাড়াও SENA দেশে এশিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ টেস্ট উইকেট রেকর্ডও গড়েন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.