অধিনায়ক শান মাসুদ ও শাহিন আফ্রিদি। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের অধিনায়ক শান মাসুদ! পাকিস্তানের ম্যাচ চলাকালীন এমনই মন্তব্য করে বসলেন প্রাক্তন প্রোটিয়া তারকা শন পোলক। এমনকী পরে সেই ভুল শোধরালেনও না। পাকিস্তানের সঙ্গে দক্ষিণ আফ্রিকার টেস্টের প্রথম দিনে পোলকের এই মন্তব্যের জেরে নেটদুনিয়ায় চর্চা শুরু হয়েছে।
গদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। তিনি ৭৬ রান করেন, অন্যদিকে ইমাম-উল-হক ৯৩ রান করেন। বহুদিন পর পাকিস্তানের জার্সিতে কামব্যাক ঘটেছে বাবর আজমের। এশিয়া কাপের দলে তিনি ছিলেন না। অনেকের মতে, বাবরকে টি-টোয়েন্টি দলে ফেরানো উচিত। এই পরিস্থিতিতে গদ্দাফি স্টেডিয়ামেও বাবরকে নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
যা দেখে কিছুটা অবাক হন পোলক। যেখানে অধিনায়ক ব্যাট করছে, সেখানে বাবরের জন্য উন্মাদনা দেখে মন্তব্য করেন তিনি। সেখানেই গন্ডগোল করে বসেন প্রাক্তন প্রোটিয়া পেসার। শান মাসুদকে ‘ভারতের অধিনায়ক’ বলে বসেন। পোলক বলেন, “আমি বিশ্বাসই করতে পারছি না, দর্শকরা চাইছে ভারতের অধিনায়ক শান মাসুদ আউট হোক। যাতে বাবর ব্যাট করতে নামতে পারে। আমার মনে হয়, সমর্থকদের সঙ্গে এই নিয়ে কথা বলা দরকার।” মাসুদ আউট হতেই মাঠে নামেন বাবর। গোটা স্টেডিয়াম জুড়ে তাঁর নামে স্লোগান ওঠে। দেখা যায় ‘কিং বাবর’ পোস্টার।
পরে এই ভুল আর সংশোধন করেননি পোলক। সাম্প্রতিক সময়ে ক্রিকেট মাঠেও ভারত-পাকিস্তান লড়াই নিয়ে কম বিতর্ক হয়নি। বিশেষ করে এশিয়া কাপ ফাইনালে কর্মকাণ্ডের জের এখনও চলছে। এই পরিস্থিতিতে পোলকের মন্তব্যে অনেকেই অসন্তুষ্ট। আবার অনেকে বলছেন, এটা নিছক ভুল।
— Hassss (@hssa_56)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.