সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেআইনি বেটিং অ্যাপের প্রচারের কারণে শিখর ধাওয়ানকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই মতো দিল্লির ইডি’র দফতরে যান ধাওয়ান। তাঁকে প্রায় ৮ ঘণ্টা ধরে জেরা করা হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, এই অ্যাপের সঙ্গে ধাওয়ানের সম্পর্ক কী, সেটা বুঝতে চায় ইডি। অনলাইন বেটিং প্ল্যাটফর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা এবং আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। যে ঘটনার তদন্তে নেমে একাধিক শহরে তল্লাশি চালাচ্ছে ইডি। তেমনই 1xBet নামের একটি বেআইনি বেটিং অ্যাপের মামলায় শিখর ধাওয়ানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। তদন্তকারী সংস্থাগুলির মতে, ভারতে ২২ কোটি মানুষ এই ধরনের অনলাইন বেটিং অ্যাপ ব্যবহার করছেন। এর মধ্যে অর্ধেকই নিয়মিত ইউজার। উল্লেখ্য, প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার ইডি’র স্ক্যানারে ধাওয়ান।
একটি প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৫ সালের হিসাবে ধাওয়ানের মোট সম্পদের আনুমানিক পরিমাণ প্রায় ১৪৫-১৫৫ কোটি টাকা (প্রায় ১৭-১৮.৫ মিলিয়ন মার্কিন ডলার)। এর মধ্যে রয়েছে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার, আইপিএল বেতন, লিগ ক্রিকেট। পাশাপাশি কিউ আইওয়্যার, 1xBet স্পোর্টিং লাইনস, মোটোজিপি ইন্ডিয়া, তাগাজ ফুডস এন্ডোর্সমেন্ট থেকে প্রাপ্ত অর্থও রয়েছে। তিনি রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি, মার্সিডিজ-বেঞ্জ জিএলএস, বিএমডব্লিউ এম৮, রেঞ্জ রোভার ভেলার, অডি এ৬-এর মতো লাক্সারি গাড়ির মালিক। দিল্লি, মুম্বই এবং হরিয়ানায় তাঁর বিলাসবহুল বাড়িও রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১১টার সময় ইডি দফতরে পৌঁছেছিলেন ধাওয়ান। সন্ধে ৭টা নাগাদ সেখান থেকে বেরিয়ে যান তিনি। তাঁর বয়ান নথিবদ্ধ করা হয়েছে। তবে তাঁকে কী প্রশ্ন করা হয়েছে, তা নিয়ে ধাওয়ান অবশ্য কোনও টুঁ শব্দ করেননি। প্রসঙ্গত, এহেন ধাওয়ান ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, যশা গ্লোবাল ক্যাপিটাল, দ্য ওয়ান স্পোর্টস, শিখর ধাওয়ান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। ৩৯ বছর বয়সি ধাওয়ান আপস্টক্স এবং ট্যাগজ ফুডসের মতো কোম্পানিতেও বিনিয়োগ করেছেন। গুরুগ্রামে ৬৯ কোটি টাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। যা ভারতের একজন ক্রীড়াবিদের সবচেয়ে ব্যয়বহুল রিয়েল এস্টেট ফ্ল্যাট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.