সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘প্রেমের ফাঁদ পাতা ভুবনে’। আর তাতে বারবার ধরা পড়েছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। অস্ট্রেলিয়ার আয়েশার সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমকাহিনি শুরু করেছেন আয়ারল্যান্ডের সোফি শাইনের সঙ্গে। এবার আত্মজীবনীতে নিজেই জানালেন ভারতীয় এ দলের সফর চলাকালীন এক ইংরেজ মহিলার সঙ্গে ঘনিষ্ঠতার কথাও। এমনকী তাঁকে লুকিয়ে হোটেল ঘরেও নিয়ে আসতেন। কিন্তু সমস্যা হল, সেই ঘরে থাকতেন রোহিত শর্মাও। ‘গব্বরে’র কাণ্ডকারখানা দেখে কী বলতেন হিটম্যান?
নিজের বই ‘দ্য ওয়ান: ক্রিকেট, মাই লাইফ অ্যান্ড মোর’-এ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন ধাওয়ান। ২০০৬ সালে ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। সেখানে এলেন নামে এক মহিলার সঙ্গে আলাপ হয়, ক্রমে তা অনুরাগে পরিণত হয়। সেই নিয়ে ধাওয়ান লিখেছেন, “আমরা নিয়মিত দেখাসাক্ষাৎ করতাম, একসঙ্গে পার্টিও করতাম। ও খুব সুন্দরী ছিল, আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি ভাবতাম, ওকে বিয়ে করবই।”
ধাওয়ান আরও লিখছেন, “প্রতিটা ম্যাচের পর ওর সঙ্গে দেখা করতাম। তারপর ওকে লুকিয়ে আমার ঘরে নিয়ে আসতাম। ওই ঘরে আমার সঙ্গে রোহিত শর্মাও থাকত। আর ও আমাকে হিন্দিতে অভিযোগ করত, আমাকে কি আদৌ ঘুমাতে দিবি?” তবে রোহিতের ‘অভিযোগ’ শোনা হত কি না, সেটা গব্বর জানাননি।
সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। তবে সেই সময় এই নিয়ে খুব চর্চা হয়েছিল। এমনকী জাতীয় নির্বাচকও ধাওয়ান ও অ্যালেনকে একসঙ্গে দেখে ফেলেছিলেন। দুজনে তখন হাতে হাত ধরে হোটেলে ঘুরে বেড়াচ্ছিলেন। নিজেদের মধ্যে এতটাই বুঁদ হয়েছিলেন যে, হাত ছাড়ানোর কথাও ভাবেননি। কেন? ধাওয়ান বলছেন, “আমরা তো কোনও অপরাধ করিনি।” সত্যিই তো, ‘যব প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.