Advertisement
Advertisement
Shoaib Akhtar

‘ওরা বোলারদের বেধড়ক পেটাবে’, মহারণের আগে ভারতকেই এগিয়ে রাখছেন শোয়েব

টিম ইন্ডিয়াকে এগিয়ে রেখেছেন শাহিদ আফ্রিদিও।

Shoaib Akhtar is putting India ahead, not Pakistan, in the Asia Cup
Published by: Prasenjit Dutta
  • Posted:September 14, 2025 1:51 pm
  • Updated:September 14, 2025 3:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় সন্ধ্যায় ভারত-পাকিস্তান মহারণ। উপমাহাদেশের এই ‘ক্রিকেটযুদ্ধে’ ভারতকেই এগিয়ে রাখলেন প্রাক্তন পাকিস্তানি পেসার শোয়েব আখতার। প্রায় একই সুর শোনা গিয়েছে শাহিদ আফ্রিদির গলায়। তিনিও ভারতকে এগিয়ে রাখলেন। 

Advertisement

শোয়েব বলেন, “এটা স্পষ্ট যে ওরা আধিপত্য নিয়ে খেলতে চাইবে। ওরা বোলারদের বেধড়ক পেটাবে। ওটা সহজেই বোঝা যায়। বাড়িয়ে বললে, ফাইনালে ওরা পাকিস্তান নয়, আফগান্তিস্তানের সঙ্গে খেলতে চায়।” এভাবেই তিনি টিম ইন্ডিয়াকে এগিয়ে রাখলেন।

অন্যদিকে, পাকিস্তানের ইউ টিউব চ্যানেলে একটি শোয়ে‌ আফ্রিদি বলেন, ‘”ভারতের তরুণ খেলোয়াড়দের শরীরী ভাষা দেখুন। যেন আত্মবিশ্বাসে টগমগ ওরা। গ্যালারি-ভর্তি স্টেডিয়ামে  ওদের ওরা অনেক ম্যাচ খেলে ফেলেছে। আন্তর্জাতিক প্লেয়ারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার অভিজ্ঞতাও ওদের রয়েছে। ওরা ভয়ডরহীন। চাপকে পাত্তাই দেয় না। আমার তো মনে হয়, ভারতের বি দলও এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারে।” 

উল্লেখ্য, ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্তও এই পাকিস্তানকে ধর্তব্যের মধ্যে ধরেননি। তাঁর মতে, ধারেভারে অনেক এগিয়ে টিম ইন্ডিয়া। পাকিস্তানকে তিনি ‘সাদামাটা দল’ বলে কটাক্ষও করেছেন। শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে বলেছিলেন, “ব্যাটে বলে একেবারে সাদামাটা দল পাকিস্তান। শাহিন আফ্রিদিও মারাত্মক কিছু নয়। ওরা ওমানকে হারিয়েছে, যে দলের গড় বয়স ৩৪-৩৫। দলে জ্যাঠা-কাকারা ভরা। ওমান আঙ্কেলদের বিরুদ্ধে ওরা খুব ভালো বোলিং করেছে। এখন দেখার, ভারতের তরুণদের বিরুদ্ধে ওরা কেমন খেলে।” বলা চলে, শ্রীকান্তের মতেরই নির্যাস শোনা গেল পাকিস্তানের দুই প্রাক্তনের গলায়। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ