সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন অষ্টমীর অঞ্চলির সাজ। লাল টেম্পল পাড়ের সাদা শাড়িতে মোটিফ করা। কানে ঝুমকো, হাতে বালা। না কোনও পুজো মণ্ডপে নয়। এই সাজে বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করলেন শ্রেয়া ঘোষাল। অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এই সাজেই জাতীয় সঙ্গীত গাইলেন বঙ্গ কন্যা। এক ঝলক দেখলে মনে হবে শ্রেয়া যেন অষ্টমীর অঞ্চলি দিতে গিয়েছেন।
মহিলাদের বিশ্বকাপের সঙ্গে শুরু থেকেই যুক্ত শ্রেয়া। গুয়াহাটিতে ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন তিনি। সেই সঙ্গে জাতীয় সঙ্গীত লাইভ গেয়েছেন। তাতে তাল মিলিয়েছেন হরমনপ্রীত কৌররা। ওই অনুষ্ঠানে তাঁর সুরেলা কণ্ঠ যেমন দর্শকদের মন কেড়েছে, তেমন নজর কেড়েছে তাঁর সাজও। এর আগে ২০২৫ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও গান গেয়েছেন শ্রেয়া। সুরের জাদুতে ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছিলেন। এবারের বিশ্বকাপের থিম সংও তাঁর গাওয়া। তিনি ক্রিকেটপ্রেমীদের মন জিতেছেন ব্রিং ইট হোম গানের মাধ্যমে। ৮ দেশের ক্রিকেটারদের তাতাতে সুরের জাদুতে শ্রেয়ার বার্তা, ‘হৃদস্পন্দন বলে, এবার কাপটা ঘরে আনো।’
উল্লেখ্য, আজ থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলবে মহিলাদের বিশ্বকাপের আসর। ১২ বছর পর ভারতের মাটিতে ফিরতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। দেশের মোট পাঁচটি স্টেডিয়াম ও শ্রীলঙ্কার একটি স্টেডিয়ামে ম্যাচগুলি হবে। ভারতের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর, দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর। ফাইনাল হবে ২ নভেম্বর। কিন্তু পাকিস্তান উঠলে হবে কলম্বোতে।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.