সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একমাত্র অধিনায়ক হিসাবে আইপিএলে নজির গড়লেন শ্রেয়স আইয়ার। গতবার কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেও যোগ্য সম্মান পাননি। এবার নাইটরা প্লে অফে উঠতে পারেনি। কিন্তু গতবারের ট্রফিজয়ী নাইটদের অধিনায়ক উঠে গিয়েছেন ফাইনালে। আর খেতাবি যুদ্ধে পৌঁছেই নতুন নজির গড়েছেন শ্রেয়স। তবে নজির গড়ার রাতে বড় অঙ্কের জরিমানা গুণতে হবে পাঞ্জাব অধিনায়ককে।
আইপিএল চ্যাম্পিয়ন করার পরও নাইটরা শ্রেয়সকে রিটেইন করেনি। তাঁকে তুলে নেয় পাঞ্জাব কিংস। যে দল গত দশ বছরে প্লে অফে উঠতে পারেনি, এবার তারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। অন্যদিকে কেকেআর ছিটকে গিয়েছে প্লে অফের দৌড় থেকে। অধিনায়ক হিসাবে সাফল্যের পাশাপাশি ব্যাট হাতেও বেশ ভালো ফর্মে রয়েছেন শ্রেয়স। তবে চলতি আইপিএলে বারবার প্রশংসিত হয়েছে মুম্বইকরের নেতৃত্ব। দারুণ অধিনায়কত্বের জোরে কঠিন ম্যাচেও জয় ছিনিয়ে এনেছে পাঞ্জাব। সেই সাফল্যের রেশ ধরেই একমাত্র অধিনায়ক হিসাবে আইপিএলে নজির গড়ে ফেললেন শ্রেয়স।
এখনও পর্যন্ত আইপিএলে তিনটি দলকে নেতৃত্ব দিয়েছেন তারকা ব্যাটার। তিন দলকেই ফাইনালে তুলেছেন। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস, ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স এবং ২০২৫ সালে পাঞ্জাব কিংস ফাইনালে উঠেছে শ্রেয়সের নেতৃত্বে। ২০২০ সালে মুম্বইয়ের কাছে হেরে ট্রফি জয়ের স্বপ্ন ভেঙেছিল শ্রেয়সের। তবে গতবছর কেকেআরের হয়ে ট্রফি জিতেছিলেন। পরপর দু’বছর দু’টি আলাদা দলের অধিনায়ক হিসাবে আজ পর্যন্ত কেউ আইপিএল জেতেননি। এবার সেই নজির গড়ার হাতছানিও রয়েছে শ্রেয়সের সামনে।
তবে দারুণ ব্যাটিং আর দারুণ অধিনায়কত্ব করেও শাস্তির কোপে পড়লেন শ্রেয়স। দ্বিতীয় কোয়ালিফায়ারে মন্থর ওভার রেটের জন্য তাঁর ২৪ লক্ষ টাকা জরিমানা হল। পাঞ্জাব কিংসের বাকি সদস্যদের ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফি’র ২৫ শতাংশ-যে অঙ্কটা কম সেই অঙ্কের জরিমানা গুণতে হবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে পরাজিত মুম্বই ইন্ডিয়ান্সের গোটা দলেরও জরিমানা হয়েছে। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জরিমানা গুণতে হবে। দলের বাকি সদস্যদের ১২ লক্ষ টাকা বা ম্যাচ ফি’র ৫০ শতাংশ দিতে হবে জরিমানা হিসাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.