স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টের পর ওয়ানডে সিরিজও জিতল ভারতীয় ‘এ’ দল। রবিবার কানপুরে সিরিজের তৃতীয় ম্যাচ ভারত ‘এ’ জেতে ২ উইকেটে। সেই সুবাদে ভারত ‘এ’ সিরিজ জিতল ২-১ ব্যবধানে। এই ম্যাচে আবার আম্পায়ারিং করলেন ২০০৮ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলে বিরাট কোহলির সতীর্থ তন্ময় শ্রীবাস্তব এবং অজিতেশ আর্গাল। এর আগে আইপিএলে আম্পায়ারিং করেছেন তাঁরা।
এদিন প্রথমে ব্যাট করে ৩১৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া ‘এ’ দল। অর্শদীপ সিং (৩-৩৮), হর্ষিত রানার (৩-৬১) দাপটে একটা সময় ১৩৫-৬ হয়ে গিয়েছিল তাদের স্কোর। টপ অর্ডারে কুপার কনোলি (৬৪) ছাড়া বলার মতো রান পাননি কেউই। তবে সেখান থেকে দলকে টানলেন লিয়াম স্কট (৭৩) এবং জ্যাক এডওয়ার্ডস (৮৯)। সপ্তম উইকেটে ১৫২ রান যোগ করে অস্ট্রেলিয়া ‘এ’ দলকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যান তাঁরা। যদিও শেষদিকে ফের জ্বলে ওঠে ভারতীয় ‘এ’ দলের বোলিং। জবাবে শুরুটা ভালোই করে ভারত। দুরন্ত সেঞ্চুরি করলেন প্রভসিমরন সিং (১০২)। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার (৬২) এবং রিয়ান পরাগও (৬২) রান পেয়েছেন।
তবে হঠাৎই ধস নামে ভারতীয় ব্যাটিংয়ে। ২৬২-৩ থেকে ৩০১-৮ হয়ে যায় স্কোর। শেষ পর্যন্ত ভারত ‘এ’ দলকে ৩২২-৮ স্কোরে পৌঁছে দিলেন ভিপরাজ নিগম (২৪ ন.আ.)। অস্ট্রেলিয়ার হয়ে তনভীর সাঙ্গা ও টড মার্ফি চারটি করে উইকেট নিয়েছেন।
অন্যদিকে অবশিষ্ট ভারতকে ৯৩ রানে হারিয়ে ইরানি কাপ জিতল বিদর্ভ। এই নিয়ে তৃতীয়বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল তারা। এর আগের দু’বার প্রথম ইনিংসে লিডের সুবাদে জিতেছিল বিদর্ভ। এবার চ্যাম্পিয়ন সরাসরি জিতে। নাগপুরে অবশিষ্ট ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১২৮ রানের লিড পেয়ে যায় বিদর্ভ। গতবারের রনজি চ্যাম্পিয়নদের করা ৩৪২ রানের জবাবে ২১৪ রানেই শেষ হয়ে যায় অবশিষ্ট ভারতের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ২৩২ তোলে বিদর্ভ।
৩৬০ রান তাড়া করতে নেমে ২৬৭-তেই থামল অবশিষ্ট ভারত। রান পেলেন না অভিমন্যু ঈশ্বরণ (১৭), ঈশান কিশান (৩৫), রজত পাতিদার (১০), রুতুরাজ গায়কোয়াড়ের (৭) মতো তারকারা। একটা সময় ৮০-৫ হয়ে যায় অবশিষ্ট ভারতের স্কোর। কিছুটা লড়াই করলেন যশ ধুল (৯২)। বিদর্ভের হয়ে হর্ষ দুবে চারটি উইকেট নেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.