Advertisement
Advertisement
Shreyas Iyer

ম্যাচ শুরুর মাত্র একঘণ্টা আগে ‘দলত্যাগ’! ফের বিতর্কে অধিনায়ক শ্রেয়স

ঠিক কেন দল ছেড়েছেন শ্রেয়স, তা এখনও জানা যায়নি।

Shreyas Iyer left India A team one hour before match begins

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 23, 2025 1:09 pm
  • Updated:September 23, 2025 1:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচ শুরুর মাত্র একঘণ্টা আগে দল ছেড়ে চলে গেলেন অধিনায়ক! এমনটাই ঘটল ভারত ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’ ম্যাচে। খেলা শুরুর একঘণ্টা আগে দল ছেড়ে মুম্বই ফিরলেন শ্রেয়স আইয়ার। সূত্রের খবর, ব্যক্তিগত কারণেই আচমকা দল ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে তাঁকে। তবে ঠিক কেন দল ছেড়েছেন শ্রেয়স, তা এখনও জানা যায়নি।

Advertisement

মঙ্গলবার অজি এ দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার কথা ছিল ভার‍ত এ দলের। কিন্তু সেই ম্যাচ শুরুর আগে আচমকাই দল ছেড়ে বেরিয়ে যান শ্রেয়স। তাঁর পরিবর্তে তড়িঘড়ি ধ্রুব জুরেলকে অধিনায়ক ঘোষণা করে টিম ম্যানেজমেন্ট। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তড়িঘড়ি মুম্বইয়ে যাচ্ছেন শ্রেয়স। তাই অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে চারদিনের ম্যাচ খেলবেন না তিনি। কিন্তু শ্রেয়স কেন মুম্বইয়ে ফিরছেন সেই নিয়ে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ’র বিরুদ্ধে সিরিজের প্রথম চারদিনের ম্যাচটি খেলেছিলেন শ্রেয়স। তবে ৮ এবং ১৩ রান করেন মাত্র। সামনেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল নির্বাচন। সেখানে শ্রেয়স কামব্যাক করবেন জাতীয় দলে, এমনটাই মনে করছিল ওয়াকিবহাল মহল। তার মধ্যেই আচমকা দল ছেড়ে দেওয়ার ঘটনা। প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও ইংল্যান্ড সিরিজের দলে সুযোগ পাননি শ্রেয়স। এশিয়া কাপের দলেও জায়গা হয়নি তাঁর।

এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, “বিষয়টা খুবই হতাশাজনক। যখন আপনি জানেন যে, আপনি দলে থাকার যোগ্য, প্রথম একাদশে থাকারও যোগ্য। সেটা বুঝতে পারলে আরও বিরক্ত লাগে। কিন্তু একই সঙ্গে এটাও মনে করি, আমারই মতো আরেকজন কেউ পারফর্ম করছে। ধারাবাহিকভাবে ভালো খেলেছে দলকে সাহায্য করছে। তাঁদের পাশে থাকা উচিত।” তবে এদিন যেভাবে মাত্র একঘণ্টা আগে দল ছেড়েছেন শ্রেয়স, তাতে তাঁর সমস্যা বাড়তে পারে বলেই অনুমান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ