সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবছর দলকে চ্যাম্পিয়ন করলেও রিটেনশনের তালিকায় ঠাঁই হয়নি। উলটে ‘লোভী’ তকমা জুটেছিল। একরাশ বঞ্চনা নিয়ে তিনি চলে গিয়েছেন অন্য দলে। অধিনায়কের দায়িত্ব নিয়েই আইপিএল প্লে অফে তুলেছেন দলকে। তারপরেই অভিমানী প্রাক্তন নাইট শ্রেয়স আইয়ারের তোপ, কঠিন সময় এলে একে অপরকে ছুরি মারা খুব সহজ। কিন্তু সুসম্পর্ক বজায় রাখলে দলের সাফল্য আসবেই।
আইপিএলের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুম্বইকে ৭ উইকেটে হারান শ্রেয়স আইয়াররা। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট তাঁদের। আপাতত লিগ টেবিলের শীর্ষে। মঙ্গলবার আরসিবি হেরে গেলে, ফার্স্ট বয় হিসেবেই থাকবে তারা। আর কোহলিরা জিতলেও প্রথম দুই থেকে সরানো যাবে না পাঞ্জাবকে। শ্রেয়সের নেতৃত্বে ১১ বছর পর প্লে অফে উঠল তারা। গোটা মরশুমজুড়েই বারবার প্রশংসিত হয়েছে শ্রেয়সের নেতৃত্ব। ২৬ কোটি ৭৫ লক্ষ দর পাওয়া শ্রেয়সের ব্যাটিং ফর্মও ছিল তুঙ্গে।
তবে পাঞ্জাবকে প্লে অফে তুলেই সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছেন প্রাক্তন নাইট অধিনায়ক। সোমবার মুম্বই ম্যাচের পর তিনি বলেন, “গত কয়েকবছর ধরে রিকি পন্টিংয়ের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। কাজ করার স্বাধীনতা দিয়েছেন, তার ফলেই সাফল্য এসেছে। প্রথম ম্যাচ থেকেই আমরা সমস্ত পরিস্থিতিতে জিততে চেয়েছি। কঠিন পরিস্থিতিতেও সকলে একজোট হয়ে থেকেছে। সঠিক সময়ে সঠিক ক্রিকেটাররা পারফর্ম করেছে।” দলের সাপোর্ট স্টাফের অবদানও অস্বীকার করেননি শ্রেয়স।
তারপরেই নাম না করে পাঞ্জাব অধিনায়ক বলেন, “সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। ড্রেসিংরুমের পরিবেশ খুব ভালো ছিল বরাবর। আসলে যখন দলের পরিবেশ খারাপ হয়ে যায় তখন একে অপরের পিঠে ছুরি মারাটা খুব সহজ হয়ে ওঠে।” প্রাক্তন নাইট অধিনায়কের মুখে এমনটা শুনে ক্রিকেটমহলের একাংশের মত, তাহলে কি কেকেআরের উদ্দেশ্যেই এই বার্তা? উল্লেখ্য, চলতি আইপিএলে কেকেআরের পারফরম্যান্স হতাশাজনক। অন্যদিকে ট্রফি জয়ের স্বপ্নে বিভোর পাঞ্জাব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.