Advertisement
Advertisement
Shreyas Iyer

নামেই অধিনায়ক, দলে গুরুত্বই দেওয়া হত না! কেকেআরের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক শ্রেয়স

'সম্মান পেলে সবকিছু করতে পারি', বলছেন প্রাক্তন নাইট অধিনায়ক।

Shreyas Iyer opens up on KKR experience and respect from PBKS

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 9, 2025 1:16 pm
  • Updated:September 9, 2025 1:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেকেআরে কখনই দলের সমস্ত কাজে পুরোপুরিভাবে তাঁকে জড়িয়ে থাকতে দেওয়া হত না! বিস্ফোরক মন্তব্য করলেন শ্রেয়স আইয়ার। প্রাক্তন নাইট অধিনায়কের কথায়, দল সংক্রান্ত আলোচনায় তিনি থাকতেন। কিন্তু দল কীভাবে এগোবে, সেই ইস্যুতে কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হত না তাঁকে। উল্লেখ্য, কেকেআর ছাড়ার পর একাধিক ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন শ্রেয়স। এই প্রথমবার পুরনো দলের নাম নিয়ে সরাসরি মন্তব্য করলেন আইপিএলজয়ী অধিনায়ক।

Advertisement

গতবারের অধিনায়ক শ্রেয়সকে এবার রিটেনশনের তালিকায় রাখেনি কেকেআর। শোনা গিয়েছিল, শ্রেয়স কেকেআরে থাকার জন্য যে অঙ্কের টাকা চেয়েছিলেন তাতে রাজি ছিল না নাইট কর্তৃপক্ষ। যদিও সরকারিভাবে কোনওপক্ষই টাকা পয়সার ব্যাপারে কিছু বলেনি। দল ছাড়ার পরে নাম না করে কেকেআরকে বিঁধে শ্রেয়স বলেছিলেন, “দলকে চ্যাম্পিয়ন করে যে সম্মানটা পাব ভেবেছিলাম সেটা আমি পাইনি। নিজের কাজটা সর্বোচ্চ সততার সঙ্গে করার পরও কেউ গুরুত্ব বা দিলে খারাপ লাগেই।”

তবে এবার সরাসরি কেকেআরকে তোপ দাগলেন পাঞ্জাব কিংস অধিনায়ক। একটি সাক্ষাৎকারে শ্রেয়স বলেন, “অধিনায়ক এবং ক্রিকেটার হিসাবে আমার অনেক কিছু দেওয়ার আছে। যদি আমি সম্মান পাই, তাহলে সবকিছু করতে পারি। পাঞ্জাবে আমি সেই সম্মানটাই পেয়েছি। ক্রিকেটার, কোচ, ম্যানেজমেন্ট-প্রত্যেকে আমার পাশে থেকেছে।”

কেকেআরের সঙ্গে পাঞ্জাবের পার্থক্য বোঝাতে গিয়ে শ্রেয়স বলেন, “আমি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর যখন পাঞ্জাবে যাই, সকলে আমার অভিজ্ঞতা জানার জন্য উদগ্রীব হয়েছিল। দলের স্বার্থে আমি যেন গুরুত্বপূর্ণ ভূমিকা নিই, পাঞ্জাব ম্যানেজমেন্ট এমনটাই চেয়েছিল। এই সম্মানটা পেয়েই মাঠের ভিতরে এবং বাইরে আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়িয়েছে। দলের প্রত্যেক বৈঠকে আমি থেকেছি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।”

শ্রেয়স আরও বলেন, “কেকেআরে থাকাকালীন আমি দল সংক্রান্ত আলোচনায় থাকতাম। কিন্তু আমার কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না।” অর্থাৎ প্রাক্তন নাইট অধিনায়কের কথায় স্পষ্ট, ক্যাপ্টেন হলেও কেকেআরে তাঁকে কখনই পর্যাপ্ত সম্মান দেওয়া হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ