Advertisement
Advertisement
IPL 2025

নাইটদের ট্রফি জিতিয়েও ব্রাত্য, পাঞ্জাবকে প্লে অফে তুলে একমাত্র অধিনায়ক হিসাবে নজির শ্রেয়সের

আইপিএল চ্যাম্পিয়ন করার পরও নাইটরা শ্রেয়সকে রিটেইন করেনি।

Shreyas Iyer scripts history as the only captain in IPL 2025

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:May 19, 2025 12:56 pm
  • Updated:May 19, 2025 12:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবার কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেও যোগ্য সম্মান পাননি। এবার নাইটরা প্লে অফে উঠতে পারেনি। কিন্তু গতবারের ট্রফিজয়ী নাইটদের অধিনায়ক উঠে গিয়েছেন প্লে অফে। দুই ম্যাচ বাকি থাকতেই শেষ চারের ছাড়পত্র পেয়েছে শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস। সেই সঙ্গে একমাত্র অধিনায়ক হিসাবে আইপিএলে নজিরও গড়ে ফেলেছেন শ্রেয়স।

Advertisement

আইপিএল চ্যাম্পিয়ন করার পরও নাইটরা শ্রেয়সকে রিটেইন করেনি। তাঁকে তুলে নেয় পাঞ্জাব কিংস। যে দল গত দশ বছরে প্লে অফে উঠতে পারেনি, এবার তারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। অন্যদিকে কেকেআর ছিটকে গিয়েছে প্লে অফের দৌড় থেকে। এই বিষয়টি দেখে সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি বলেছেন, “গতবার কেকেআরের আইপিএলের জয়ের প্রাপ্য কৃতিত্ব শ্রেয়স পাননি। সব হাততালি অন্য একজন নিয়ে গিয়েছেন। অথচ আসল কৃতিত্ব অধিনায়কের। মাঝের সারির ব্যাটিংয়ের দায়িত্ব সামলেছে। ডাগআউটে বসে থাকা কারও সাফল্য নয় সেটা। এবার দেখুন, ও কিন্তু যথার্থ কৃতিত্ব পাচ্ছে। কেউ রিকি পন্টিংকে সব কৃতিত্ব দিচ্ছে না।”

অধিনায়ক হিসাবে সাফল্যের পাশাপাশি ব্যাট হাতেও বেশ ভালো ফর্মে রয়েছেন শ্রেয়স। তবে চলতি আইপিএলে বারবার প্রশংসিত হয়েছে মুম্বইকরের নেতৃত্ব। দারুণ অধিনায়কত্বের জোরে কঠিন ম্যাচেও জয় ছিনিয়ে এনেছে পাঞ্জাব। সেই সাফল্যের রেশ ধরেই একমাত্র অধিনায়ক হিসাবে আইপিএলে নজির গড়ে ফেললেন শ্রেয়স। তিনিই প্রথম অধিনায়ক যিনি তিনটি দলকে নেতা হিসাবে আইপিএলের প্লে অফে পৌঁছে দিয়েছেন। ২০১৯ এবং ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস, ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স এবং ২০২৫ সালে পাঞ্জাব কিংসকে প্লে অফে তুলেছেন শ্রেয়স। অর্থাৎ গত ৬ বছরের মধ্যে চারবার প্লে অফে খেলেছেন নেতা শ্রেয়স।

প্রসঙ্গত, এবার আইপিএলে ১২টি ম্যাচের মধ্যে আটটি ম্যাচে জিতেছে পাঞ্জাব। আগুনে ফর্মে আছেন অধিনায়ক শ্রেয়স। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সর্বোচ্চ স্কোরার ছিলেন। তবে নাইট রাইডার্সের তরফ থেকে যোগ্য সম্মান পাননি, এই আক্ষেপ বারবার শোনা গিয়েছে শ্রেয়সের কণ্ঠে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ