ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের ভারতীয় দলে জায়গা হয়নি শ্রেয়স আইয়ারের। অথচ গত আইপিএলে ফর্মের তুঙ্গে ছিলেন। ১৭ ম্যাচে করেছিলেন ৬০৪ রান। ১৭৫ স্ট্রাইক রেট, ৫০.৩৩ ব্যাটিং গড় ছিল তাঁর। কেবল আইপিএল নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসামান্য খেলেছিলেন। কিন্তু এত সবের পরও ‘বঞ্চিত’ থাকতে হয়েছে ৩০ বছরের এই ক্রিকেটারকে। তারকা ব্যাটারের বঞ্চনার জবাব খুঁজছে ক্রিকেটমহল। এই আবহে অবশেষে মুখ খুলেছেন শ্রেয়সের বাবা সন্তোষ আইয়ার।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পেতে গেলে শ্রেয়সকে আর কী করতে হবে সত্যিই জানা নেই। দিল্লি, কলকাতা কিংবা পাঞ্জাবের হয়ে ও তো দারুণ ফর্মে ছিল। তাও একজন অধিনায়ক হিসেবে। এবছর তো পাঞ্জাবকে ফাইনালেও তুলেছে। এমনকী ২০২৪ সালে কেকেআরকে আইপিএল শিরোপা এনে দিয়েছিল। আমি বলছি না যে, ওকে অধিনায়ক করে দেওয়া হোক। কিন্তু দলে তো ওকে নিতেই পারে।”
সন্তোষ এ কথাও জানিয়েছেন, এশিয়া কাপের দল থেকে বাদ পড়ে শান্ত রয়েছেন শ্রেয়স। তাঁর সংযোজন, “ওকে কখনও রাগতে দেখিনি। কারওর প্রতি কোনও অসন্তোষও প্রকাশ করেনি। ও শুধু বলছিল, ‘মেরা নসিব হ্যায় (এটা আমার ভাগ্য) তুমি এখন কিছুই করতে পারবে না।’ এভাবেই ও শান্ত থাকে। কাউকে কখনও দোষারোপও করে না। হয়তো ভেতরে ভেতরে কষ্ট পেলেও প্রকাশ করে না।”
উল্লেখ্য, কোনও কোনও মহল মনে করছে, কোচ গম্ভীরের পছন্দ নয় বলেই শ্রেয়সকে জাতীয় দল থেকে বারবার ব্রাত্য থেকে যেতে হচ্ছে। নিন্দুকেরা বলছেন, ২০২৪ আইপিএল জেতার পর শ্রেয়স যেভাবে সংবাদমাধ্যমে বলে দিয়েছিলেন অধিনায়ক হিসেবে যতটা মর্যাদা তাঁর প্রাপ্য ছিল, ততটা তিনি পাননি। তাতেই তৎকালীন কেকেআর মেন্টর গম্ভীরের রোষে পড়েন তিনি। সেই ‘ভুলে’র মূল্য বোধহয় এখনও চোকাতে হচ্ছে তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.