Advertisement
Advertisement

Breaking News

Shubhman Gill

এবার ২৫০ পার, ইংল্যান্ডে অপ্রতিরোধ্য শুভমান, ভাঙলেন গাভাসকর-শচীন-কোহলির রেকর্ড

পরপর দুই টেস্টে সেঞ্চুরি এল শুভমানের ব্যাট থেকে।

Shubhman Gill hits first double century of test career
Published by: Anwesha Adhikary
  • Posted:July 3, 2025 6:54 pm
  • Updated:July 3, 2025 8:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্টে প্রথমবার ডবল সেঞ্চুরি হাঁকালেন শুভমান গিল। ইংল্যান্ডের মাটিতে সোনালি ফর্ম অব্যাহত ভারত অধিনায়কের। সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। এবার এজবাস্টনে ডবল সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স। ৩১১ বলে দ্বিশতরান এল গিলের ব্যাট থেকে। উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানাল গোটা ভারতীয় দল।  

গতকাল যেখানে শেষ করেছিলেন এদিন ঠিক সেখান থেকেই শুরু করেন শুভমান। ধৈর্যের পরীক্ষা দিয়ে প্রথমদিনের শেষে ১১৪ রানে অপরাজিত ছিলেন ভারত অধিনায়ক। দ্বিতীয় দিনের শুরুতে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে ৪০০-র গণ্ডি পেরন তিনি। সঙ্গে ভেঙেছেন বিরাট কোহলির রেকর্ড। এই এজবাস্টনেই ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৪৯ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। এদিন কোহলির সেই বিরাট রেকর্ডকে টপকে যান গিল। দেড়শোর পরে অনায়াস ভঙ্গিতে ডবল সেঞ্চুরিও পূর্ণ করেন তিনি।

টেস্ট কেরিয়ারে এই প্রথমবার ডবল সেঞ্চুরি করলেন গিল। এর আগে ওয়ানডে’তে ২০৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ইংল্যান্ড সিরিজ শুরুর আগে টেস্টে গিলের সর্বোচ্চ ইনিংস ছিল ১২৮রানের। তবে সেই রেকর্ড ভেঙে দেন হেডিংলি টেস্টে। ১৪৭ রান করেন তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফির প্রথম টেস্টে। তারপর দ্বিতীয় টেস্টে ডবল সেঞ্চুরি হাঁকালেন। সময়ের সঙ্গে সঙ্গে ধৈর্যশীল ব্যাটিং ছেড়ে খানিকটা আগ্রাসী ব্যাটিং করতেও দেখা গেল ভারতীয় অধিনায়ককে। তাঁর দাপটেই পাঁচশো রানের গণ্ডিও টপকে যায় টিম ইন্ডিয়া।

কেবল দু’শোতে আটকে রাখা যায়নি ভারত অধিনায়ককে। দ্বিতীয় সেশনেই আড়াইশো রানও পূর্ণ করেন তিনি। সেই সঙ্গে একঝাঁক কিংবদন্তির নজির ভেঙে দিলেন ‘নতুন ভারতে’র অধিনায়ক। সুনীল গাভাসকর, শচীন তেণ্ডুলকর এবং বিরাট কোহলি-তিন প্রজন্মের তিন সেরা ব্যাটারের সর্বোচ্চ টেস্ট স্কোরকে টপকে গেলেন শুভমান। টেস্টে এই তিন কিংবদন্তির সর্বোচ্চ স্কোর ছিল যথাক্রমে ২৩৬, ২৪৮ এবং ২৫৪। কিন্তু জীবনের সপ্তম সেঞ্চুরিতেই তিনজনকে টপকে গেলেন গিল। চা পানের বিরতিতে ২৬৫ রানে অপরাজিত রয়েছেন তিনি। ভারতের স্কোর ৫৬৪/৭। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement