সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডস টেস্টে ২২ রানে হেরে সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে শুভমান গিলের টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ফিরতে গেলে ম্যাঞ্চেস্টারে জিততেই হবে ভারতকে। কিন্তু হেরে গেলেই অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফি চলে যাবে বেন স্টোকসের হাতে। এই পরিস্থিতিতে প্রাক্তন স্পিনার হরভজন সিং জানিয়েছেন, কখনও সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলি হতে পারবেন না শুভমান গিল।
গিল সম্পর্কে কেন এমন বললেন ভাজ্জি? তাঁর কথায়, “প্রত্যেকের পদ্ধতি আলাদা। তাদের স্বভাব আলাদা। ব্যক্তিত্বও আলাদা। কখনও সৌরভ, ধোনি বা কোহলি হতে পারবে না শুভমান। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় সেরা। গিলকেও নিজের জায়গায় সেরা হতে হবে। সেই ক্ষমতা ওর রয়েছে। আমি জোর গলায় বলছি, শুভমান কেবল ভারতীয় দলকে নেতৃত্বই দেবে না, ও ভারতীয় ক্রিকেটকে শীর্ষে পৌঁছে দেবে।”
হরভজন আরও বলেন, “ফলাফল দেখে বোঝা যায় না দল কতটা ভালো। আমি এই সফরের আগেও বলেছি, তাড়াহুড়ো করে এই দলকে বিচার করা ঠিক নয়। এটি এমন একটি তরুণ দল, যারা বিশ্বসেরা হতে পারে। বার্মিংহামে অবিশ্বাস্যভাবে টেস্ট জিতেছিল। লর্ডসেও জিততে পারত ভারত। জয়ের খুব কাছাকাছি ছিল। এই সিরিজ থেকে অনেককিছু শিখবে ভারতীয় দল। ভবিষ্যতেও যা কাজে লাগবে। সেই কারণেই দলটাকে দ্রুত বিচার করা ঠিক হবে না।”
ইংল্যান্ড সিরিজে অসাধারণ ফর্মে রয়েছেন টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক। এই প্রসঙ্গে ভাজ্জির সংযোজন, “ও বড় মাপের খেলোয়াড়। আগামী কয়েক বছর ধরে ভারতীয় দলের স্তম্ভ হয়ে থাকবে। কতজন ভারতীয় ব্যাটার ইংল্যান্ডে গিয়ে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে? গিলের দক্ষতা নিয়ে কোনও সংশয় নেই। ওর যোগ্যতা নিয়ে কখনওই সন্দেহ প্রকাশ করিনি।” উল্লেখ্য, ২৩ জুলাই থেকে শুরু হবে চতুর্থ টেস্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.