সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় শিবিরের জন্য উদ্বেগজনক খবর! চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে চোট পেলেন সহ-অধিনায়ক শুভমান গিল। তিনি হাতে চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। কতটা গুরুতর তাঁর চোট? রবিবার সন্ধ্যায় খেলতে পারবেন তিনি?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অনুশীলনের সময় চোটের কবলে পড়েন গিল। তিনি চোট পাওয়ার পর ফিজিও সঙ্গে সঙ্গে দৌড়ে এসে চিকিৎসাও শুরু করেন। এরপর গিলকে ফিজিওর সঙ্গে মাঠের বাইরে বেরিয়ে যেতে দেখা যায়। সোশাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, আঘাত লাগার পর গিল যথেষ্ট কষ্টে ছিলেন। তাঁর হাতে আইস ব্যাগও লাগানো হয়।
ঘটনার পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এবং প্রধান কোচ গৌতম গম্ভীর দীর্ঘক্ষণ কথা বলেন গিলের সঙ্গে। তাঁর ওপেনিং সঙ্গী অভিষেক শর্মা সেই সময় গিলের পাশেই ছিলেন। তিনি জলের বোতল খুলতে সাহায্য করেন।
এমন পরিস্থিতিরতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পাকিস্তান ম্যাচে কি খেলবেন ভারতীয় দলের সহ-অধিনায়ক? শুভমানের চোট নিয়ে ইতিমধ্যেই একটা রিপোর্ট সামনে এসেছে। তাতে বলা হয়েছে, গিলের আঘাত গুরুতর নয়। খুব সামান্য চোট লেগেছিল তাঁর। রিপোর্টে আরও বলা হয়েছে, প্রাথমিক শুশ্রূষার কিছুক্ষণ পর তিনি শুভমান আবার অনুশীলন শুরু করেন। এই খবরে টিম ইন্ডিয়া যে হাঁপ ছেড়ে বাঁচবে, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, আমিরশাহী ম্যাচে তিনি ২০ রানে অপরাজিত ছিলেন।
Big concern for Team India ahead of clash vs Pakistan was struck on the hand during practice in Dubai and looked in visible pain.
Will he recover in time for the high-pressure game❓
Stay tuned for the latest updates
— TOI Sports (@toisports)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.