সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি টেস্টের দ্বিতীয় দিন। অধিনায়ক শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট যশস্বী জয়সওয়াল। ডবল সেঞ্চুরি থেকে ২৫ রান দূরে থামে ভারতীয় ওপেনারের ইনিংস। এভাবে আউট হয়ে রেগে গিয়েছিলেন যশস্বী। নন-স্ট্রাইকার এন্ডে অধিনায়ক শুভমান গিলকেও কিছু একটা বলেও বসেন। ডবল সেঞ্চুরি হাতছাড়া করে ক্ষোভ ধরে রাখতে পারেননি তিনি। রান আউটের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ বলে বসেন, গিল নাকি যশস্বীকে হিংসা করেন। এবার এই প্রসঙ্গে ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ২ উইকেট হারিয়ে ৩১৮। যশস্বী অপরাজিত ছিলেন ১৭৩ রানে। প্রথম দিনে দুরন্ত সেঞ্চুরিতে অনেক রেকর্ড ভেঙেছিলেন। দ্বিতীয় দিনে তিনি ডবল সেঞ্চুরি করে ফেলবেন, সেরকম আশা করেছিলেন অনেকে। যশস্বীকে দেখেও খুব একটা অস্বস্তিতে মনে হয়নি। কিন্তু শেষ পর্যন্ত যে রান আউট ‘ঘাতক’ হয়ে দেখা দেবে, তা কে জানত!
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলছেন, “অনেকেই বলছেন যখন নীতীশ রেড্ডি ব্যাট করছিল, ঠিকঠাক রান নিচ্ছিল গিল। কিন্তু যশস্বীর ক্ষেত্রে সেটা করেনি। এটা নাকি যশস্বীর প্রতি হিংসা থেকে করেছে গিল! কিন্তু কেন এমন বলা হচ্ছে? রোহিত শর্মা, বিরাট কোহলিকে নিয়েও তো একটা সময় এমন গুঞ্জন ছড়িয়েছিল। অথচ দেখুন, ওরা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে, তখন একসঙ্গে ডান্ডিয়া খেলছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর একে অপরকে জড়িয়েও ধরেছিল। ওদের চোখে জল ছিল।”
উল্লেখ্য, ১৭৫ রানের মাথায় মিড অফে বল পাঠিয়ে রানের জন্য দৌড়ন যশস্বী। উলটো দিকে থাকা গিল কিছুটা এগিয়ে থমকে যান। যদিও সেখান থেকে আদৌ রান হওয়া কার্যত অসম্ভব ছিল। তেগনারিন চন্দ্রপলের হাতে বল সোজা চলে আসে। যশস্বী যেমন সেটা না দেখেই দৌড় দেন, তেমনই শুভমানও তাঁকে থামাননি। ফলে মাঝপথ থেকে ফিরে যাওয়ার চেষ্টা করেন যশস্বী। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। তিনি ক্রিজে পৌঁছনোর অনেক আগেই উইকেট ভেঙে দেন তেভিন ইমলাচ।
আকাশ চোপড়ার সংযোজন, “রোহিত-বিরাটের সম্পর্ক নিয়ে যেমন গুঞ্জন ছড়িয়েছিল, তেমনই এখন গিল-যশস্বীকে নিয়ে চলছে। ওরা বন্ধু। একই দলে খেলে। দিনের শেষে ড্রেসিংরুমে ফিরে গল্পগুজবও করে। এমন হতেই পারে। যশস্বীকে যখন রান আউট নিয়ে জিজ্ঞেস করা হয়, বলেছিল, এটা খেলারই অঙ্গ।” বাঁ-হাতি ওপেনার বলেছিলেন, “এটা খেলারই অঙ্গ। এমনটা হতেই পারে।” সুতরাং বোঝাই যাচ্ছে, গিল-যশস্বী সম্পর্কে কোনওরকম চিড় ধরেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.