Advertisement
Advertisement
Shubman Gill

নেই কোনও সমর্থক, সংবাদমাধ্যমের উপস্থিতিও নগণ্য! ‘তারকাহীন’ ভারতীয় দল নিয়ে উৎসাহ নেই ইংল্যান্ডে

মহাতারকার অভাবেই কি টিম ইন্ডিয়ায় আস্থা হারাচ্ছেন সমর্থকরা?

Shubman Gill-led Indian team arrived in London on Saturday ahead of the all-important five-match Test series
Published by: Subhajit Mandal
  • Posted:June 7, 2025 8:33 pm
  • Updated:June 7, 2025 9:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডের মাটিতে পা রাখল ভারতীয় দল। কিন্তু খানিক আশ্চর্যজনকভাবে শুভমান গিল, গৌতম গম্ভীরদের ভারতীয় দল নিয়ে সেভাবে উৎসাহই নেই বিলেতের মাটিতে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তেমনটাই দাবি।

Advertisement

এমনিতে ভারতীয় ক্রিকেট দলের জনপ্রিয়তা গোটা ক্রিকেট বিশ্বে। যে দেশেই পা রাখুক টিম ইন্ডিয়া, তাদের স্বাগত জানাতে ভিড় জমান সমর্থকরা। কোথাও একটু বেশি, কোথাও একটু কম। সব দেশেই কমবেশি ভিড় জমান সাংবাদিকরাও। কিন্তু এবার ইংল্যান্ডের মাটিতে সম্পূর্ণ উলটো ছবি। গিলরা শনিবার বিলেতে পা রাখলেও তাঁদের স্বাগত জানাতে কোনও সমর্থকই ভিড় জমাননি। এমনকী সেভাবে সংবাদমাধ্যমের উপস্থিতিও চোখে পড়েনি। শুক্রবার গভীর রাতে ইংল্যান্ডে পৌঁছেছে টিম ইন্ডিয়া। বিসিসিআই ভারতীয় তারকাদের ইংল্যান্ডে নামার একটি ভিডিও-ও পোস্ট করেছে। সেই ভিডিও-তে সেভাবে সমর্থকদের ভিড় চোখে পড়েনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সত্যি সত্যিই ইংল্যান্ডে গিলদের স্বাগত জানাতে উৎসাহী জনতার ভিড় দেখা যায়নি। যা সচরাচর হয় না।

ক্রিকেট মহলের অবশ্য বক্তব্য, ভারতীয় টেস্ট দল নিয়ে সেভাবে উৎসাহ না থাকাটা অস্বাভাবিক কিছু নয়। বিরাট কোহলি নেই। রোহিত শর্মা নেই। রবিচন্দ্রন অশ্বিন নেই। বদলে যারা আছেন, তাঁদের অনেকেই আনকোরা। সকলেই প্রতিভাবান, কিন্তু জসপ্রীত বুমরাহ ছাড়া সত্যিকারের মহাতারকা কেউ নেই। কেএল রাহুল, শুভমান গিল, ঋষভ পন্থরা এখনও কোহলিদের পর্যায়ে পৌঁছতে পারেননি। এই মহাতারকাদের ছাড়া ভারতীয় দল কেমন পারফর্ম করবে, সেটা নিয়েও সংশয় রয়েছে সমর্থকদের মধ্যে। তাছাড়া আইপিএলের দৌলতে সদ্য টি-২০ ক্রিকেট জ্বর থেকে উঠছে ক্রিকেট মহল। সেখানে রাতারাতি টেস্ট ক্রিকেটের প্রতি মানুষের উৎসাহ তৈরি হওয়াটাও মুশকিল। সেটাও গিলদের নিয়ে সেভাবে উৎসাহ চোখে না পড়ার কারণ হতে পারে।

উল্লেখ্য, ২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ