ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিনায়ক হিসাবে তৃতীয় টেস্টে এসেও টস হারলেন শুভমান গিল। বৃহস্পতিবার লর্ডসে টস জেতেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি। তবে ভারতীয় দলে কোনও চমক নেই। প্রত্যাশামতোই জশপ্রীত বুমরাহ ফিরেছেন প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে। অন্যদিকে, জোফ্রা আর্চারকে এই টেস্টে খেলাচ্ছে ইংল্যান্ড।
এজবাস্টনে দারুণ প্রত্যাবর্তন করেছে ভারত। তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফির ফলাফল এখন ১-১। লর্ডসে জিতে সিরিজে এগিয়ে যাওয়ার হাতছানি দুই দলের সামনেই। সিরিজের তৃতীয় টেস্ট এমন এক মাঠে, যেখানে ইংল্যান্ডে সবচেয়ে বেশি টেস্ট জিতেছে ভারত-লর্ডস। তবে ম্যাচের শুরুরতেই টস হারলেন ভারত অধিনায়ক। চলতি সিরিজে প্রথমবার টেস্ট নেতৃত্ব সামলাচ্ছেন শুভমান। কিন্তু একবারও টস জিতে উঠতে পারেননি তিনি।
বৃহস্পতিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্টোকস। আসলে ইংল্যান্ড তাদের নিজেদের মাঠে টেস্ট খেলতে নেমে তারা নিজেরাই চাপে। মুখে যতই না বলুন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস ভালোই বুঝতে পারছেন যে, লর্ডস টেস্ট না জিততে পারলে বিড়ম্বনা আরও বাড়বে। সেকারণেই জশ টাংকে বসিয়ে আর্চারকে খেলাচ্ছে ইংল্যান্ড।
তবে টস হেরেও সমস্যা হওয়ার কথা নয় ভারতের। কারণ টসের সময়ে শুভমান জানান, তিনি প্রথমে বল করতে চেয়েছিলেন। কিন্তু টস হেরেও প্রথমে বল করার সুযোগ পেলেন তিনি। লর্ডসের সিমিং পরিবেশে বুমরাহ-সিরাজ-আকাশ পেস ত্রয়ীর দাপট দেখা যাবে প্রথম দিনেই। লর্ডসের বিখ্যাত ঘণ্টা বাজিয়ে টেস্টের সূচনা করেন শচীন তেণ্ডুলকর।
ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল, ঋষভ পন্থ, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ
ইংল্যান্ডের প্রথম একাদশ: বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, শোয়েব বশির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.