সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন। তাঁর নেতৃত্বে খানিক অপ্রত্যাশিতভাবেই সিরিজ ড্র করে দেশে ফিরেছে ভারত। এবার আরও বড় কীর্তি গড়লেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল। জুলাই মাসে আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন তিনি। প্রথম পুরুষ ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়লেন ‘পাঞ্জাব দা পুত্তর’।
ইংল্যান্ড সিরিজে স্বপ্নের ফর্মে ছিলেন গিল। পাঁচ টেস্টে তাঁর রান সংখ্যা ৭৫৪। গড় ৮৩.৭৮। যার মধ্যে আছে চারটে সেঞ্চুরি। সর্বোচ্চ রান ২৬৯। শুধু জুলাই মাসের হিসাব করলে ৩ টেস্টে ৫৬৭ রান করেছেন গিল। গড় ৯৪.৫০। এই মাসেই এক টেস্টে করেছেন ৪৩০ রান। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে চারশোর বেশি রান করার নজির গড়েছেন তিনি। পাশাপাশি ওই সিরিজে গিলের অধিনায়কত্বও নজর কেড়েছে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তরুণদের পাশে দাঁড়িয়েছেন। এমনকী দলের প্রয়োজনে আম্পায়ারদের মুখের উপর কথা বলতে পিছুপা হননি। ইংল্যান্ড ক্রিকেটারদেরও চ্যালেঞ্জের মধ্যে ফেলেছেন।
গিল ছাড়াও আইসিসি’র ম্যাচের সেরার পুরস্কারের দৌড়ে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এবং দক্ষিণ আফ্রিকার মুলডার। স্টোকস জুলাইয়ে টেস্টে করেছেন ২৫১ রান। গড় ৫০.২০। নিয়েছেন ১২ উইকেট। অন্যদিকে, জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩৬৭ রানের অপরাজিত ইনিংস খেলে লড়াইয়ে ঢুকে পড়েন মুলডার। জুলাই মাসে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক করেন ৫৩১ রান। সঙ্গে ৭ উইকেটও পান। কিন্তু এদের দুজনকে টপকে গিলকেই সেরা বেছেছে আইসিসির প্যানেল।
এর আগে ২০২৩ সালের জানুয়ারি এবং সেপ্টেম্বর মাসে মাসের সেরার পুরস্কার পান শুভমান। চলতি বছর ফেব্রুয়ারিতেও আইসিসির মাসের সেরা হয়েছিলেন গিল। এর ফের এই খেতাব পেলেন ভারতের টেস্ট অধিনায়ক। চালু হওয়ার পর আর কোনও পুরুষ ক্রিকেটার চারবার এই সম্মান পাননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.