Advertisement
Advertisement
Shubman Gill

‘লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ জয়’, রোহিতের স্বপ্ন বাস্তব করাই পরিকল্পনা অধিনায়ক গিলের!

ওয়ানডে অধিনায়ক হয়ে কী প্রতিক্রিয়া গিলের?

Shubman Gill opens up after selecting as ODI captain of India Cricket Team
Published by: Arpan Das
  • Posted:October 5, 2025 9:15 am
  • Updated:October 5, 2025 9:27 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট অধিনায়ক হয়েছেন মাস কয়েক আগে। এবার ওয়ানডে নেতৃত্বও শুভমান গিলের কাঁধে। রোহিত শর্মাকে সরিয়ে ২৬ বছর বয়সি তারকাকে বেছে নেওয়া হয়েছে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। লক্ষ্যটা যে ২০২৭-র বিশ্বকাপ, সেটা নতুন করে বলার নয়। অধিনায়ক হয়ে গিলও ওয়ানডে বিশ্বকাপকেই পাখির চোখ করছেন। বলা যায়, যে স্বপ্নটা রোহিত শর্মা সত্যি করতে পারেননি, সেটা বাস্তব করাই লক্ষ্য গিলের। 

Advertisement

তিনি বলছেন, “ওয়ানডেতে দেশকে নেতৃত্ব দেওয়া অত্যন্ত গর্বের বিষয়। বিশেষ করে সেই দেশের, যারা ক্রিকেটে প্রচুর কিছু জিতেছে। আমি গর্বিত, আশা করি দেশকে ভালো ফল দিতে পারব।”

১৯ অক্টোবর থেকে শুরু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। তারপর দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে লড়াই। সহজ কথায়, বিশ্বকাপের প্রস্তুতি শুরু। গিল সেই বিষয়ে বললেন, “বিশ্বকাপের আগে সম্ভবত ২০টা ওয়ানডে পাব। আর অবশ্যই সবচেয়ে বড় লক্ষ্য, দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ। এই দলের প্রত্যেকটা প্লেয়ার তার জন্য সেরাটা দেবে। আমরা বিশ্বকাপের আগে প্রতিটা ম্যাচে সেরাটা দেব এবং আশা করি বিশ্বকাপও জিতব।”

সেই স্বপ্ন দেখেছিলেন রোহিত-বিরাটও। ২০২৩-র বিশ্বকাপ অল্পের জন্য হাতছাড়া হয়। ফাইনালে হারতে হয় অস্ট্রেলিয়ার কাছে। ২০১৯-এ একটি সাক্ষাৎকারে রোহিত শর্মা বলেছিলেন, “চূড়ান্ত লক্ষ্য হল বিশ্বকাপ জেতা। যে কোনও তরুণ ক্রিকেটার এই স্বপ্ন নিয়ে বড় হয়।” অধিনায়ক রোহিত ওয়ানডের ক্ষেত্রে পারেননি। গিল কি তা পূরণ করতে পারবেন? প্রত্যাশার চাপ তাঁর উপর অনেকটাই বেশি। কারণ, তিনি অধিনায়ক হয়েছেন ‘সফল’ রোহিতকে সরিয়ে। নাহলে কিন্তু প্রশ্ন উঠবে রোহিতকে সরিয়ে কী লাভ হল?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ