সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন আর তিনি শুধু ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’ নন। বরং নতুন ‘কিং’ হওয়ার পথে এগোচ্ছেন শুভমান গিল। যে তকমাই দেওয়া হোক না কেন, একটা জিনিস স্পষ্ট। শচীন তেণ্ডুলকর থেকে বিরাট কোহলি হয়ে গিল, ভারতীয় ক্রিকেটের ব্যাটনটা এভাবেই বদলে যাচ্ছে। গিলও কিন্তু তাঁর ‘আদর্শ’ বলে মনে করেন শচীন ও কোহলিকে। ‘ঈশ্বরে’র থেকে শিখেছেন মানসিক শক্তি আর বিরাটের থেকে পেয়েছেন উন্নতির খিদে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতের টেস্ট দলের অধিনায়ক জানিয়েছেন, “আমার দু’জন আদর্শ আছে। প্রথমজন হলেন শচীন তেণ্ডুলকর। তিনি ছিলেন আমার বাবার খুব পছন্দের খেলোয়াড়। তিনি ২০১৩ সালে অবসর নিয়েছেন। ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে আমি যখন ক্রিকেটটা ভালো করে বুঝতে শিখছিলাম, তখন তাঁকে দেখে বুঝি স্কিলটাই সব নয়। তার পাশাপাশি খেলার জন্য মানসিক প্রস্তুতি ও পরিকল্পনাগত দিকটাও মাথায় রাখতে হয়।”
তারপর জাতীয় দলে এসে পেলেন বিরাট কোহলিকে। গিলের মতে কোহলিই তাঁর দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন। তিনি বলছেন, “ওই সময় থেকেই আমি কোহলিকে খুব কাছ থেকে দেখতে শুরু করি। ও যেভাবে ক্রিকেটকে দেখে, খেলার প্রতি ওর যে আবেগ, আরও ভালো খেলার জন্য ওর যে খিদে, সেটা দেখতে খুব ভালোবাসি। স্কিল-টেকনিক শেখাই যায়। কিন্তু এই খিদেটা তোমার মধ্যে থাকতেই হবে। বিরাটের মধ্যে তা প্রচুর পরিমাণে ছিল। সেটাই আমাকে অনুপ্রাণিত করে।”
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে কোহলি টেস্ট থেকে অবসর নেন। রোহিতও টেস্টকে বিদায় জানানোয় নেতৃত্বের দায়িত্ব গিলের উপর আসে। বিলেতভূমে অসাধারণ পারফর্ম করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি। এখন এশিয়া কাপেও গিল ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.