Advertisement
Advertisement
Shubman Gill

গুচ্ছ রেকর্ডে দশম টেস্ট সেঞ্চুরি গিলের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫০০ পেরিয়ে থামল ভারত

সোনালি ফর্ম অব্যাহত শুভমান গিলের।

Shubman Gill scores 10th century in Test Cricket
Published by: Arpan Das
  • Posted:October 11, 2025 12:57 pm
  • Updated:October 11, 2025 2:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনালি ফর্ম অব্যাহত শুভমান গিলের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের দশম টেস্ট সেঞ্চুরিটা তুলে নিলেন তিনি। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ যে সুরক্ষিত, তা গিলের ব্যাটেই স্পষ্ট। দিল্লিতে অধিনায়কের ব্যাটে ভর করে বড় রানে থামল টিম ইন্ডিয়া। গিল যখন সেঞ্চুরি করেন তখন ভারতের রান ছিল ৪ উইকেট হারিয়ে ৪৮৫। তারপর দ্রুত রান তুলে ৫০০ পার করে দেয় গিল ও ধ্রুব জুরেলের জুটি। শেষ পর্যন্ত ৪৪ রানে জুরেল আউট হতেই ৫১৮ রানে ডিক্লেয়ার ঘোষণা করে ভারত। গিল অপরাজিত থাকেন ১২৯ রানে। 

Advertisement

ভারতীয় ক্রিকেটে মহানায়কের আসন কখনও শূন্য থাকবে না। অধিনায়কোচিত ইনিংস খেলে সেটা যেন প্রমাণ করে দিলেন গিল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে যে জনতা টেস্টের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন, তাঁরা তারিয়ে তারিয়ে উপভোগ করলেন ভারত অধিনায়কের ইনিংস। দুয়েকটা ব্যানারও চোখে পড়ল, গিলের জন্যই নাকি তাঁরা উপস্থিত। একসময় শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলিদের নিয়েও এরকম উন্মাদনা চোখে পড়ত। গিল সেই জায়গায় পৌঁছতে পারবেন কি না, সেটা সময় বলবে। কিন্তু তিনি প্রত্যাশা বাড়িয়ে রাখছেন।

অধিনায়ক হিসেবে এটি তাঁর সপ্তম টেস্ট। খেলেছেন মাত্র ১২টি ইনিংস। তার মধ্যেই পাঁচটি সেঞ্চুরি হয়ে গেল গিলের। ইনিংসের নিরিখে তৃতীয় দ্রুততম হিসেবে ৫টি সেঞ্চুরি করলেন তিনি। এর আগে অ্যালিস্টার কুক (৯ ইনিংস) ও সুনীল গাভাসকর (১০ ইনিংস) এই রেকর্ড গড়েছিলেন। ভারতীয়দের অধিনায়ক হিসেবে পাঁচটি সেঞ্চুরি আছে সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি ও মনসুর আলি খান পতৌদির। এছাড়া বিরাট কোহলি ২০১৭ ও ২০১৮ মরশুমে একটি ক্যালেন্ডার বর্ষে ৫টি করে সেঞ্চুরি করেছিলেন। গিল তাঁকে স্পর্শ করে ফেললেন। অন্যদিকে ছাপিয়ে গেলেন রোহিত শর্মাকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতীয়দের মধ্যে এখন সবচেয়ে বেশি সেঞ্চুরি গিলেরই। তাঁর ১০টি সেঞ্চুরির পর আছেন রোহিত (৯), যশস্বী জয়সওয়াল (৭), ঋষভ পন্থ (৬) ও কেএল রাহুল (৬)।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ২ উইকেট হারিয়ে ৩১৮। রাহুল করেন ৩৮ রান। সাই সুদর্শন ফিরে যান ৮৭ রানে। গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে যশস্বী আউট হন ১৭৫ রানে। ডবল সেঞ্চুরি হাতছাড়া হয় ভারতীয় ওপেনারের। নীতীশ কুমার রেড্ডি ৪৩ রানে আউট হন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ