ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ দিয়ে টি-২০ ফরম্যাটে কামব্যাক হয়েছে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলের। শুধু কামব্যাক বললে কম বলা হবে। সহ-অধিনায়ক হিসাবে রীতিমতো সম্মানের সঙ্গে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। অনেকেই গিলের এই প্রত্যাবর্তন এবং সহ-অধিনায়ক হিসাবে তাঁর ‘প্রমোশন’ নিয়ে প্রশ্ন তুলছেন।
এ নিয়ে জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর বলেছেন, “ইংল্যান্ডে গিল যে ভালো খেলবে, আমরা জানতাম। কিন্তু ও যে খেলাটা খেলেছে, সেটা আমাদের প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। ভালোই তো হল। টপ অর্ডারে এখন প্রচুর বিকল্প আমাদের হাতে। টিম এবার দুবাইয়ে গিয়ে ঠিক করে নিতে পারবে, কোন প্লেয়িং ইলেভেন খেলাবে। পরিবেশ বুঝে, প্রতিপক্ষ বুঝে, সেটা করবে।” সঙ্গে যোগ করেছেন, “সঞ্জু আর অভিষেক খেলছিল কারণ, শুভমান আর যশস্বীকে পাওয়া যাচ্ছিল না। তবে অভিষেক যা খেলছে, তাতে ওকে বাদ দেওয়া সত্যি কঠিন। প্লাস, ও ভালো বোলিংও করে। আর শুভমান যখন শেষ বার টি-টোয়েন্টি খেলেছিল, অধিনায়কই ছিল টিমের।”
শোনা যাচ্ছে, গিলের এশিয়া কাপের দলে প্রত্যাবর্তনের নেপথ্যে দু’টো কারণ। এক, ভারতীয় কোচ গৌতম গম্ভীর। তিনি নাকি প্রবল ভাবে চেয়েছিলেন গিল দলে থাকুন। দুই, পহেলগাঁও সন্ত্রাসের পর প্রথম পাকিস্তান যুদ্ধ। যেখানে সামান্যতম ভুলচুকেরও জায়গা নেই। সেই যুদ্ধে গত আইপিএলে সাড়ে ছ’শো রান করা প্লেয়ারকে বাদ দেওয়ার দুঃসাহস কে দেখাবে? গিলের উপর গম্ভীরের ভরসায় খারাপ কিছু নেই। কারণ, জাতীয় দলে গিল-গম্ভীর জুটি যে কাজ করতে শুরু করেছে, তা গত ইংল্যান্ড সিরিজেই স্পষ্ট। এবং এশিয়া কাপের দল নির্বাচনী সভ্য যথেষ্ট ইঙ্গিত যে, শুভমানই ভারতের ভবিষ্যতের অল ফরম্যাট ক্যাপ্টেন হতে চলেছেন। টেস্ট। অদূর ভবিষ্যতে ওয়ান ডে। এবং আগামী বছর বিশ্বকাপের পর (যদিও কোনও কোনও মহলের ধারণা, এশিয়া কাপে ভারত ভালো না করলে, সূর্যকুমারের তাজ অক্ষত না-ও থাকতে পারে) টি-টোয়েন্টিতে। অর্থাৎ, আগামী ছ’মাসে তিনি ভারতীয় টিমের ‘যুবরাজ’ থেকে ‘রাজা’-য় উত্তীর্ণ হচ্ছেন।
কিন্তু এশিয়া কাপে গিল খেলবেন কোন পজিশনে? কারও মত, ওপেনিংয়ে যাবেন। অভিষেক শর্মার সঙ্গে। সেক্ষেত্রে তিনে যাবেন সঞ্জু। চারে সূর্য। পাঁচে তিলক বর্মা। ছয়ে হার্দিক। সাতে রিঙ্কু সিং বা শিবম দুবে। আটে অক্ষর প্যাটেল। আর একটা মত হল, সঞ্জু স্যামসনই বাদ পড়বেন। কারণ, তাঁর স্লট এক থেকে তিনের মধ্যে। পরের দিকে তাঁকে খেলানো যাবে না। বরং জিতেশকে লোয়ার মিডল অর্ডারে খেলালে তিনি ফিনিশারের কাজটা করে দেবেন। তা ছাড়া এদিন আগরকর ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, ওপেনিংয়ে অভিষেকের জায়গা নিশ্চিত। সঞ্জুর নয়। স্যামসনের ভাগ্য শেষ পর্যন্ত যা-ই হোক। এশিয়া কাপে ভারতের টি-টোয়েন্টি ওপেনিং জুটি বদলাচ্ছে এটা লিখে দেওয়াই যায়। অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে যাচ্ছেন সহ অধিনায়ক শুভমানই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.