Advertisement
Advertisement
Sikandar Raza

বয়স কেবলই সংখ্যা! ৩৯-এও আইসিসি’র ক্রমতালিকায় ‘রাজা’ সিকান্দার

কাদের পিছনে ফেলেছেন তিনি?

Sikandar Raza remains at the top of the ICC rankings at the age of 39

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:September 3, 2025 5:30 pm
  • Updated:September 3, 2025 5:30 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স কেবলই একটা সংখ্যা! সে কথা প্রমাণ করলেন জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা। ৩৯ বছর বয়সে আইসিসি’র ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে অনবদ্য পারফর্ম করে ওয়ানডে’র অলরাউন্ডার তালিকার এক নম্বরে উঠে এসেছেন তিনি। এক্ষেত্রে আফগান ক্রিকেটার মহম্মদ নবি এবং আজমতুল্লাহ ওমরজাইকে পিছনে ফেলে দিয়েছেন রাজা।

Advertisement

গত সপ্তাহের দু’টি ম্যাচে দু’টি হাফ সেঞ্চুরি করেছিলেন রাজা। প্রথম ওয়ানডেতে ১টি উইকেটও নেন। জিম্বাবোয়ে দু’টি ম্যাচ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট ৩০২। মহম্মদ নবির রেটিং পয়েন্ট ২৯২। আজমাতউল্লাহ ওমরজাইয়ের পয়েন্ট ২৯৬। তাছাড়াও ব্যাটিংয়েও নয় ধাপ এগিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ২২তম স্থানে উঠে এসেছেন রাজা। ওয়ানডে’তে অলরাউন্ডারের তালিকায় একমাত্র ভারতীয় রবীন্দ্র জাদেজা। তিনি রয়েছেন নবম স্থানে। 

জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের নায়ক ছিলেন শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা। ৭ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন তিনি। দু’টি ওয়ানডেতে তিনি করেছিলেন ১২২ এবং ৭৬। আরেক শ্রীলঙ্কান ক্রিকেটার জানিথ লিয়ানাগে ১৩ ধাপ এগিয়ে ২৯তম স্থানে রয়েছেন। বোলিং তালিকায়, পেসার আসিথা ফার্নান্দো এবং দিলশান মাদুশঙ্কা যথাক্রমে ৩১তম এবং ৫২তম স্থানে উঠে এসেছেন।

বোলারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ। ইংল্যান্ডের বিপক্ষে চার উইকেট নেওয়ায় তাঁর রেটিং পয়েন্ট বেড়ে ৬৯০। সতীর্থ লুঙ্গি এনগিডি ৫ ধাপ এগিয়ে ২৩তম স্থানে। ইংল্যান্ডের জোফ্রা আর্চার রয়েছেন ১৯তম স্থানে। টি-টোয়েন্টিতে শীর্ষে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া। তাঁর পরেই রয়েছেন মহম্মদ নবি। টি-টোয়েন্টির ক্রমতালিকায় দ্বাদশ স্থানে অক্ষর প্যাটেল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ