সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় দিনের শুরুটা ভালো করেও অ্যাডভান্টেজ নিতে ব্যর্থ টিম ইন্ডিয়া। ভারতের ৫৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ৭৭। শুক্রবার শুরুতেই ইংরেজদের ঝটকা দেন মহম্মদ সিরাজ। ২২তম ওভারে তিনি পরপর ফেরান জো রুট (২২) এবং বেন স্টোকস (০)-কে। তবে এরপরেই ম্যাচের পাশা যেন পালটে যায়। বাজবলের সার্থক নিদর্শন রেখে ইংল্যান্ড লাঞ্চে যায় ৫ উইকেটে ২৪৯ রান নিয়ে।
৮৪ রানে ৫ উইকেট পড়ে গেলেও ইংল্যান্ড কিন্তু হাল ছাড়েনি। হ্যারি ব্রুক এবং জেমি স্মিথ মিলে বাজবলের মেজাজে রীতিমতো তাণ্ডব চালান ভারতীয় বোলারদের উপর। বিশেষ করে বলে হয় স্মিথের কথা। টি-টোয়েন্টি খেলে মেজাজে ৮০ বলে সেঞ্চুরি করেন তিনি। ইংল্যান্ডের পালটা মারে ভারতীয় বোলারদের পুরনো রোগটা বেরিয়ে পড়ছিল বারবার।
প্রসিদ্ধ কৃষ্ণ ছিলেন তথৈবচ। গত ম্যাচের ভুল থেকে তিনি যে শিক্ষা নেননি, তা এদিন বোঝা গেল। ওভারপিছু তিনি দিলেন প্রায় ৮ করে রান। তাঁকে দেখেই ইংরেজ ব্যাটাররা যেন সংহার মূর্তি ধারণ করলেন। প্রথম টেস্টে খারাপ পারফরম্যান্স করেও তাঁর দলে সুযোগ পাওয়া নিয়ে তাই প্রশ্ন রয়েই গেল।
গত ম্যাচে ভারতের স্লিপ ক্যাচিং নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। এদিনও স্লিপে ক্যাচ ফসকান শুভমান গিল। জাদেজা ফ্লাইট বুঝতে না পেরে হ্যারি ব্রুকের ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে দাঁড়ানো শুভমান গিলের কাছে। একটু বেশিই ঝুঁকে দাঁড়ানোয় ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন গিল। ব্রুক তখন ৬৩ রানে। সেই ব্রুকই এখন এখন ৯১ রানে অপরাজিত। প্রথম ২ ঘণ্টায় ২৭ ওভারে ১৭২ রান তোলে ইংল্যান্ড। অর্থাৎ ওভার প্রতি ৬.৩৭ রান তুলেছেন ইংরেজ ব্যাটাররা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.