Advertisement
Advertisement
IND vs AUS women

ব্যাটে ঝড় তুলে বিশ্বরেকর্ড স্মৃতি-প্রতীকার, অজিদের বিরুদ্ধে দাপট ভারতের দুই ওপেনারের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সিরিজকে বিশ্বকাপের 'ড্রেস রিহার্সাল' বলে মনে করা হচ্ছে।

Smriti Mandhana And Pratika Rawal Break World Record in IND vs AUS Women match
Published by: Arpan Das
  • Posted:September 14, 2025 6:30 pm
  • Updated:September 14, 2025 6:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলছে ভারতের মেয়েরা। যাকে বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সাল’ বলে মনে করা হচ্ছে। আবার, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের আবহে স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌরদের ম্যাচ নিয়ে চর্চা তুলনায় কম। আর সেখানেই বিশ্বরেকর্ড গড়লেন প্রতীকা রাওয়াল ও স্মৃতি।

Advertisement

পাঞ্জাবের মুল্লানপুরে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। সেখানে শুরু থেকেই দাপট দেখান প্রতীকা ও স্মৃতি। প্রতীকা ৬৪ রান করে আউট হন। অন্যদিকে স্মৃতি ফিরে যান ৫৮ রানে। দুজনের জুটিতে উঠে যায় ১১৪ রান। আর তাতেই ইতিহাস গড়লেন দুই ভারতীয় ওপেনার।

মাত্র ১৫ ইনিংসে দুজনে মিলে ৯৫৮ রান করে ফেললেন। রান রেট ৬.০৬। ১৯৭৩ সালের পর থেকে মেয়েদের ক্রিকেটে পার্টনারশিপে এটাই সর্বোচ্চ রান রেট। এখানেই শেষ নয়। একবছরে এটাই কোনও জুটির সর্বোচ্চ রান। এর আগে ২০০০ সালে অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্ক ও লিজা নাইটলি ২০০০ সালে ৯০৫ রান করেন। সেই রেকর্ড ভেঙে দিল স্মৃতি-প্রতীকা জুটি।

তাঁরা ফিরে যাওয়ার পরও ভারতের ইনিংসের গতি থামেনি। ঝোড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি করেন হরলিন দেওল। তিনি ৫৭ বলে ৫৪ রান করেন। তবে হরলিন ফিরে যাওয়ার পর আর প্রত্যাশামতো রান ওঠেনি। রান পাননি হরমনপ্রীত কৌর (১১) ও জেমাইমা রদ্রিগেজ (১৮)। শেষের দিকে বাংলার রিচা ঘোষ (২৫), দীপ্তি শর্মা (২০), রাধা যাদব (১৯) দ্রুত রান তোলেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের রান দাঁড়ায় ২৮১।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ