সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের আগে আগুনে ফর্মে রয়েছেন স্মৃতি মন্ধানা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও হাফসেঞ্চুরি করেছেন ভারতীয় ব্যাটার। তার পুরস্কারও পেলেন স্মৃতি। আইসিসি’র মহিলাদের ব্যাটিং তালিকায় ফের শীর্ষস্থানে উঠে এলেন তিনি।
ওয়ানডে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলছে ভারতের মেয়েরা। যাকে বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সাল’ বলে মনে করা হচ্ছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারত অবশ্য প্রথম ম্যাচে হেরেছে। কিন্তু সেই ম্যাচেও উজ্জ্বল ছিলেন স্মৃতি। তিনি করেন ৫৮ রান। প্রতীকা রাওয়ালের সঙ্গে জুটিতে ওঠে ১১৪ রান। মাত্র ১৫ ইনিংসে দুজনে মিলে ৯৫৮ রান করে ফেলেন। একবছরে এটাই কোনও জুটির সর্বোচ্চ রান।
মঙ্গলবার আইসিসি’র যে র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, তাতে ফের শীর্ষে স্মৃতি। তাঁর রেটিং ৭৩৫। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের স্কিভার ব্রান্ট। তাঁর পয়েন্ট ৭৩১। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৮ রান করে ৭ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে ফিরে এলেন স্মৃতি। বিশ্বকাপের আগে যা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে তাঁকে। এর আগে চলতি বছরের জুন ও জুলাই মাসে শীর্ষে ছিলেন স্মৃতি। ২০১৯ সালে প্রথমবার তিনি আইসিসি’র র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন।
অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৪ রান করে উন্নতি হয়েছে প্রতীকারও। তিনি উঠে এসেছেন ৪২তম স্থানে। আবার ৫৪ রানের সৌজন্যে ৪৩তম স্থানে উঠে এসেছেন হরলিন দেওল।
Smriti Mandhana is back to the spot in ICC Women’s ODI batting rankings!
Congratulations to the vice-captain
— BCCI Women (@BCCIWomen)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.