Advertisement
Advertisement
Smriti Mandhana

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি, একগুচ্ছ রেকর্ড স্মৃতি মন্ধানার

৭৭ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

Smriti Mandhana smashes century against Australia, sets a string of records
Published by: Prasenjit Dutta
  • Posted:September 17, 2025 7:29 pm
  • Updated:September 17, 2025 8:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার নিউ চণ্ডীগড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭৭ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন স্মৃতি মন্ধানা। ঝোড়ো এই ইনিংসের পর ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি। তাছাড়াও আরও একগুচ্ছ নজির স্মৃতির নামের পাশে।

Advertisement

বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষপর্যন্ত ৯১ বলে ১১৭ রানে আউট হন স্মৃতি। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার এবং ৪টি ছক্কা। স্মৃতির ঝকঝকে রানে ভর করে অস্ট্রেলিয়াকে ২৯৩ রানের লক্ষ্য দিয়েছে ভারত। ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও তাঁর দখলে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৭০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তালিকায় তৃতীয় স্থানে হরমনপ্রীত কৌর। তিনি ৮২ বলে সেঞ্চুরি করেছিলেন।

আরও একটা নজির ছুঁয়েছেন স্মৃতি। এদিন ওপেনার হিসাবে ১২তম সেঞ্চুরি হাঁকালেন তিনি। মহিলাদের ওয়ানডেতে ওপেনার হিসাবে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড এতদিন ছিল কিউয়ি ব্যাটার সুজি বেটস এবং ইংল্যান্ডের ট্যামি বিউমেন্টের দখলে। ১২টি করে সেঞ্চুরি রয়েছে তাঁদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির পর এভাবেই ওপেনার হিসাবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করলেন স্মৃতি।

তাছাড়াও চলতি বছরে সবথেকে বেশি রান করার রেকর্ডও গড়েছেন স্মৃতি। এ বছর ১৩টি ম্যাচে ৮০৩ রান করেছেন তিনি। এক্ষেত্রে দীপ্তি শর্মাকে পিছনে ফেলেছেন তিনি। ২০১৭ সালে ২০টি ম্যাচ খেলে ৭৮৭ রান করেছিলেন তিনি। একই বছরে ১৯ ম্যাচে ৭৮৩ রান করেছিলেন মিতালি রাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি সেঞ্চুরি করে প্রথম স্থানে ইংল্যান্ডের ন্যাট শিভার ব্রান্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে এদিন তৃতীয় সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে উঠে এলেন স্মৃতি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement