সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ সেপ্টেম্বর শুরু হতে চলেছে বিশ্বকাপ। তার ধ্বংসাত্মক ছন্দে স্মৃতি মন্ধানা। একেবারে স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ৫০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে নতুন নজির গড়ে বিরাট কোহলিকে পিছনে ফেললেন।
তিন ম্যাচের সিরিজের শেষ খেলায় ৪১৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ের গতিতে শুরু করেন স্মৃতি। ৫০ বলে শতরান হাঁকান তিনি। যা মহিলাদের ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড। প্রথম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মেগ ল্যানিং। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১২ সালে ৪৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
অন্যদিকে, পুরুষ হোক কিংবা মহিলা ক্রিকেট, ভারতীয়দের মধ্যে এতদিন দ্রুততম সেঞ্চুরির নজির ছিল বিরাট কোহলির নামে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন কোহলি। শনিবার মিডউইকেটের উপর দিয়ে বিরাট ছক্কা হাঁকিয়ে ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর কোহলিকে পিছনে ফেলে দিলেন স্মৃতি।
এর আগে, রাজকোটে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ৭০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। সেটাই ছিল ওয়ানডেতে ভারতের মহিলা ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। গত বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৭৭ বলে শতরান করেছিলেন তিনি। আর এদিন নিজের রেকর্ড নিজেই ভাঙলেন স্মৃতি। ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির তালিকায় প্রথম তিন স্থানেই এখন স্মৃতির নাম। শেষ পর্যন্ত ৬৩ বলে ১২৫ রান করে সাজঘরে ফেরেন স্মৃতি। তাঁর ইনিংস সাজানো ১৭টি চার, পাঁচটি ছক্কা দিয়ে।
মহিলাদের ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি
মেগ ল্যানিং বনাম নিউজিল্যান্ড (৪৫ বল)
স্মৃতি মন্ধনা বনাম অস্ট্রেলিয়া (৫০ বল)
কারেন রোল্টন বনাম দক্ষিণ আফ্রিকা (৫৭ বল)
বেথ মুনি বনাম ভারত (৫৭ বল)
সোফি ডিভাইন বনাম আইআরই (৫৯ বল)
চামারি অতাপাত্থু বনাম নিউজিল্যান্ড (৬০ বল)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.