ম্যাচের শেষে সৌরভ ও কোহলিকে হাত মেলাতে দেখা গিয়েছে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠ ভুলিয়ে দেয় দ্বেষ-হিংসা। কাছে টেনে নেয় একে অপরকে। আগের আইপিএলগুলোয় দেখা গিয়েছে বন্ধুত্বের সমীকরণের পরিবর্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্রতিযোগিতা। তার জন্য সম্পর্ক হচ্ছে তিক্ত। বন্ধুত্বের গল্প লেখা হচ্ছিল না বাইশ গজে।
এবারের আইপিএলে বদলে গিয়েছে অনেককিছু। সবুজ ঘাসে তিক্ততার অধ্যায় ধুয়ে মুছে যাচ্ছে। মিলনান্তক দৃশ্য আঁকা হচ্ছে এবারের আইপিএলে। বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মিল আগে দেখেছে চলতি আইপিএল।
এবার দিল্লি ক্যাপ্টিলাসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও আরসিবির তারকা বিরাট কোহলিকে (Virat Kohli) দেখা গেল সৌজন্য বিনিময় করতে। আগের বছরের মহাতিক্ততা ভুলে কাছে এলেন সৌরভ ও কোহলি। হাত মেলালেন। হাসলেন একে অপরকে দেখে।
রবিবার দিল্লিকে হারিয়ে আইপিএল জমিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার খেলার শেষে সৌরভ আর বিরাট করমর্দন করেন একে অপরের সঙ্গে। দুদলের সদস্যরা হাত মেলান। বিরাট কোহলিকে দেখা যায় তিনি টুপি খুলে দিল্লির প্লেয়ারদের সঙ্গে হাত মেলাচ্ছেন। সৌরভকেও টুপি খুলে বিরাটের সঙ্গে হাত মেলাতে দেখা গিয়েছে। সেই ভিডিও ছড়িয়ে সোশাল মিডিয়ায়।
অথচ গত বার এই দুই মহাতারকা চিন্নাস্বামীতে অন্য এক দৃশ্যের জন্ম দিয়েছিলেন। দিল্লি ও আরসিবি ম্যাচের শেষে কোহলি হাত মেলাননি সৌরভের সঙ্গে। তা নিয়ে কম কালি থরচ হয়নি সংবাদমাধ্যমে।
সৌরভ ও বিরাটের সম্পর্ক নিয়ে প্রবল আলোচনা হয় সংবাদমাধ্যমে। অনেকেই মনে করেছিলেন, সৌরভের সঙ্গে কোহলির হাত না মেলানোর পিছনে রয়েছে অন্য গল্প। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, সেই সময়ে বিরাট কোহলি দেশের ক্যাপ্টেন ছিলেন। সৌরভ জমানাতেই কোহলি নেতৃত্ব থেকে সরে যান। সেই থেকেই দুই তারকার সম্পর্কের ভুল বোঝাবুঝি। দুজনের সম্পর্কের বরফ জমে। যার ফলশ্রুতি আইপিএলে দেখা যায় সৌরভের সঙ্গে হাত মেলাতে প্রত্যাখ্যান করেন কোহলি। দিল্লি ও আরসিবি প্রথম সাক্ষাতে সৌরভের সঙ্গে কোহলি হাত না মেলালেও দ্বিতীয় সাক্ষাতে আবার সৌরভ ও কোহলির মধ্যে সন্ধি হয়। এবার সব ভুলে সৌজন্য বিনিময় করলেন সৌরভ ও কোহলি। বন্ধুত্বের সৌরভ ছড়াল সেই চিন্নাস্বামীতেই।
— The Game Changer (@TheGame_26)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.