সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক সময়ে আগুনে ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার। সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা আইপিএল। কিন্তু তারপরও ভারতের টেস্ট দলে ডাক পাননি। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, ইংল্যান্ড সফরে অবশ্যই থাকা উচিত ছিল শ্রেয়সের। সেই সঙ্গে পন্থকে সামলে খেলার পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
২০২৪-২৫ মরশুমের রনজিতে ৪৮০ রান করেছিলেন শ্রেয়স। গড় ৬৮.৫৭। সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন শ্রেয়স। আইপিএলে পাঞ্জাবের হয়ে ১৭ ম্যাচে করেছেন ৬০৪ রান। তারপরও নাম নেই টেস্ট দলে। সেই বিষয়ে রেভ স্পোর্টসকে সৌরভ বলেন, “গত এক বছরে ও সেরা ফর্মে আছে। আর এই দলেও শ্রেয়সের থাকা উচিত ছিল। ও চাপের মুখে রান করেছে। দায়িত্ব নিয়েছে। শর্ট বলটাও এখন ভালো খেলছে। যদিও টেস্ট ক্রিকেট সম্পূর্ণ আলাদা। কিন্তু আমি থাকলে ওকে এই সিরিজে সুযোগ দিয়ে দেখতাম, কীরকম খেলে।”
অন্যদিকে আইপিএল’টা একেবারেই ভালো যায়নি ঋষভ পন্থের। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকেই সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এমনিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় উইকেটকিপারের পারফরম্যান্স খারাপ নয়। ১৭ ইনিংসে তাঁর রান ৫৫৬। গড় ৩২.৭০। দুটি সেঞ্চুরির পাশাপাশি, দুটি হাফসেঞ্চুরিও আছে। অন্যদিকে বর্ডার গাভাসকর ট্রফিতে ৯ ম্যাচে ২৫৫ রান করেছিলেন। তবে সমালোচিত হয়েছিলেন বেহিসেবি শট খেলার জন্য। কে ভুলতে পারে, গাভাসকরের সেই ‘স্টুপিড’ বকুনি।
সৌরভও কিন্তু ইংল্যান্ডে পন্থকে সামলে খেলতে বলছেন। প্রাক্তন বোর্ড সভাপতি বলেন, “অস্ট্রেলিয়ায় ও যেরকম খেলেছে, আমার ভালো লাগেনি। প্রচুর শট খেলেছে। বল এলেই ব্যাট ঘুরিয়েছে। কিন্তু যেখানে বল ঘুরছে, সেখানে এভাবে ব্যাট চালানো উচিত নয়। ওর ডিফেন্স খুবই ভালো। তাই আরও লড়াই করা উচিত। আমি চাই ও সেভাবে খেলুক। তাতে খারাপ দেখতে লাগুক না কেন। কিন্তু সব বলে ব্যাট চালিও না। আমি জানি ও স্ট্রোক খেলতে ভালোবাসে, সেটাই ওর শক্তি। কিন্তু পরিস্থিতি বুঝে খেলা উচিত।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.