সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেদের দেশের মাটিতে সব সময় শক্তিশালী ইংল্যান্ড। সেই ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ জুন থেকে নামতে চলেছে টিম ইন্ডিয়া। রোহিত-বিরাট অবসর নেওয়ায় এবার বাড়তি দায়িত্ব থাকবে শুভমান গিলের উপর। অধিনায়ক হিসাবে এটাই তাঁর প্রথম দায়িত্ব। তাছাড়া ব্যাটার হিসেবেও বাড়তি দায়িত্ব নিতে হবে তাঁকে। ইংল্যান্ডে গিয়ে কি সফল হবেন শুভমান? কোন মন্ত্রে অনুকূলে যেতে পারে পরিস্থিতি? সেসব নিয়ে ইংল্যান্ড সিরিজের আগে শুভমানকে পরামর্শ দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
‘রেভস্পোর্টস’কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, “শুভমানের জন্য শুভকামনা। আমি নিশ্চিত যে, ও সফল হবে। তবে, ওকে টেস্টে ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে। কেবল বলের লাইনে গিয়ে দেখে দেখে শট খেললেই হবে না। ইংল্যান্ডের পিচে বল প্রত্যেক মুহূর্তে সুইং করবে। তাছাড়া ওখানকার কন্ডিশনে নতুন বলের সিমও আলাদা হবে। ১০ রানে দু’টো উইকেট পড়ে গিয়েছে, হতে পারে এমন পরিস্থিতিতে গিলকে নামতে হল। তখন কিন্তু ওকে নতুন বল খেলার জন্য তৈরি থাকতে হবে।”
সৌরভের সংযোজন, “ইংল্যান্ডে সফল হতে গেলে ওকে সিম ও সুইং উভয়ই সামলাতে হবে। দেখুন, ২ উইকেটে ১০০ রানে ব্যাট করতে নামা আর ৪ উইকেটে ২০ স্কোরলাইনে ব্যাটিং করতে নামা কিন্তু সব সময়ই আলাদা। তাই ডিফেন্স যেমন মজবুত করতে হবে, তেমনই অফ-স্টাম্পের বাইরে বল কীভাবে ছেড়ে দিতে হয় সেটাও শিখতে হবে।”
লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেকের আগে এখন পর্যন্ত শুভমান খেলে ফেলেছেন ৩২ টেস্ট। তাঁর রান সংখ্যা ১,৮৯৩। গড় ৩৫.০৫। অর্থাৎ, তাঁর সামনে এখন চ্যালেঞ্জ থাকবে, পূর্বসূরিদের ব্যাটিং গড়কে ছাপিয়ে যাওয়ার। ইংল্যান্ডে তাঁর টেস্ট গড় ৬ ইনিংসে মাত্র ১৪.৬৬। এই পরিস্থিতিতে সৌরভের পরামর্শ তিনি কতটা কাজে লাগাতে পারেন, সেটাও দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.