স্টাফ রিপোর্টার: ভারতীয় বোর্ড সভাপতির দৌড় থেকে সরে গিয়েছেন শচীন তেণ্ডুলকর। একটু ভুল হল। তিনি বরং বলে দিলেন, তাঁর বোর্ড সভাপতিত্ব পাওয়া নিয়ে প্রচারমাধ্যমের একাংশে যা লেখালেখি হয়েছে, তা আদৌ কখনও ঘটেইনি। বৃহস্পতিবার লিটল মাস্টারের মিডিয়া টিমের পক্ষ থেকে এক বিবৃতি পেশ করে বলে দেওয়া হল, ‘আমরা জানতে পেরেছি, মিস্টার শচীন তেণ্ডুলকরের ভারতীয় বোর্ড সভাপতি হওয়া নিয়ে প্রচুর জল্পনা চলেছে। আমরা এটা জানাতে চাই, এ রকম কিছুই ঘটেনি। সবাইকে বলব, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।’
মজার হল, আর চব্বিশ ঘণ্টা পরেই কোন রাজ্য ক্রিকেট সংস্থা থেকে আগামী ২৮ সেপ্টেম্বরের বোর্ড নির্বাচনে কারা প্রতিনিধিত্ব করবেন, তা পরিষ্কার হয়ে যাবে। একটা খসড়া পাওয়া যাবে, আগামী বোর্ড প্রেসিডেন্ট প্রার্থী কারা হতে পারেন? এখানে লিখে রাখা যাক, গত দু’বার হাইপ্রোফাইল ক্রিকেটারকেই প্রেসিডেন্ট করেছে বোর্ড। প্রথম বার সৌরভ গঙ্গোপাধ্যায়। পরের বার রজার বিনি। এবং শচীনের মিডিয়া টিমের পক্ষ থেকে বিবৃতি এল, সেই প্রতিনিধি তালিকা পেশ করার চব্বিশ ঘণ্টা আগে। বোর্ডমহলের অনেকের ধারণা, শচীনকে ভাবী প্রেসিডেন্ট করার বোর্ড প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
কিন্তু এখন প্রশ্ন হল, তা হলে নতুন বোর্ড প্রেসিডেন্ট হবেন কে? বিনির সত্তর বছর হয়ে গিয়েছে। তিনি আর থাকছেন না। লোধা আইনে সত্তর বছর হয়ে গেলে ক্রিকেটের প্রশাসনিক পদে আর থাকা যায় না। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট এবং নতুন আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যানও হয়তো খুঁজে নিতে হবে বোর্ডকে। যাক গে। সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে একাধিক নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে। যেমন কিরণ মোরে, রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ। শেষ পর্যন্ত কোন কোন তারকা ক্রিকেটার আসন্ন বোর্ড নির্বাচনে প্রতিনিধিত্ব করবেন, তা আগামী দু’একদিনে পরিষ্কার হয়ে যাবে।
ড্রাফট ইলেকটোরাল রোল রিলিজ হয়ে যাবে ১৩ সেপ্টেম্বর। বোর্ড পদাধিকারী হিসেবে প্রার্থীরা মনোনয়ন জমা করতে পারবেন ২০ ও ২১ সেপ্টেম্বর। প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে ২৩ তারিখ। মোরে বোর্ড সভায় বরোদার প্রতিনিধিত্ব করতে পারেন বলে শোনা যাচ্ছে। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। সেটা হল, আসন্ন বোর্ড সভায় সিএবি-র প্রতিনিধিত্ব করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়! যাঁর আগামী ২২ সেপ্টেম্বর সিএবি প্রেসিডেন্ট হওয়া মোটামুটি নিশ্চিত। এবং সৌরভ যখন বোর্ড সভায় প্রতিনিধিত্ব করছেন, তাই আইনত তিনি বোর্ড প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার যোগ্য!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.