স্টাফ রিপোর্টার: ইংল্যান্ড সফরে শুভমান গিলদের দুরন্ত পারফরম্যান্সের পরই রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। দু’জনেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছেন আগেই। ইংল্যান্ড সফরের আগে টেস্টকেও বিদায় জানান তাঁরা। স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেটমহলে আলোচনা চলছে, ওয়ানডে ক্রিকেট থেকেও কি এবার অবসর নিতে চলেছেন ভারতীয় ক্রিকেটের দুই সুপারস্টার?
দু’বছর পর দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ। রোহিত, বিরাটকে কি বিশ্বকাপে ভাবা হবে? গত কয়েক দিন ধরে প্রশ্নটা ঘোরাফেরা করছে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও প্রশ্নটা করা হয়েছিল। যে প্রসঙ্গে রবিবার এক ইভেন্টে সৌরভ বলেন, “এটা নিয়ে আমি খুব একটা কিছু জানি না। তাই কোনও মন্তব্য করতে পারব না। কে খেলবে আর কে খেলবে না, সেটা বলা খুব কঠিন। তবে ওরা যদি ভালো পারফর্ম করে, তাহলে কেন খেলবে না? ভালো খেললে অবশ্যই ওদের খেলা চালিয়ে যাওয়া উচিত। ওয়ানডে ক্রিকেটে বিরাটের রেকর্ড দুর্ধর্ষ। রোহিতেরও তাই। দু’জনেই সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত।
আসন্ন এশিয়া কাপেও ভারতকে ফেভারিট হিসেবেই বাছলেন সৌরভ। সেপ্টেম্বরের শুরুতে এশিয়া কাপ শুরু হবে। সৌরভ বলেন, “ভারত প্রচণ্ড শক্তিশালী টিম। লাল বলে যতটা শক্তিশালী, সাদা বলের ক্রিকেটে তার চেয়ে আরও বেশি শক্তিশালী দল ভারত। আমার মতে, এশিয়া কাপে ফেভারিট ভারতই। বিশেষ করে দুবাইয়ে যেরকম উইকেট হয়, সেখানে ভারতকে হারানো খুব কঠিন।”
উঠল অভিমন্যু ঈশ্বরণের প্রসঙ্গও। গত কয়েক বছর ধরে ভারতীয় টেস্ট স্কোয়াডে রাখা হচ্ছে বঙ্গ ওপেনারকে অস্ট্রেলিয়ার পর এবার ইংল্যান্ডের পাঁচ টেস্টের স্কোয়াডে ছিলেন তিনি। কিন্তু একটা ম্যাচেও সুযোগ পাননি। অথচ অভিমন্যু ভারতীয় স্কোয়াডে আসার পর থেকে জনা পনেরো ক্রিকেটারের অভিষেক হয়ে গিয়েছে তবু বঙ্গ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়নি। অনেকেই বলাবলি করছেন, ইংল্যান্ডে সুযোগ পাওয়া উচিত। ছিল অভিমন্যুর। সৌরভের আশা, দ্রুত ভারতীয় টেস্ট টিমে সুযোগ পাবেন অভিমন্যু। ওপেনিংয়ে লোকেশ রাহুল আর যশস্বী জয়সওয়াল মোটামুটি নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। তবে তিন নম্বর স্লট এখনও চিন্তা রয়েছে। ইংল্যান্ডে তিন নম্বরে কখনও সাই সুদর্শন খেলেছেন, কখনও আবার করুণ নায়ার। সৌরভের মনে হচ্ছে, টেস্টে ওই তিন নম্বর স্লটে অভিমন্যুকে খেলানো যেতে পারে। সৌরভ বলেন, “ওর বয়স কম। ফলে অভিমন্যুর কাছে সময় রয়েছে। আমি নিশ্চিত ও টেস্টে ঠিক সুযোগ পাবে। তবে সুযোগ এলে, সেটা কাজে লাগাতে হবে ওকে। পারফর্ম করতে হবে। ইংল্যান্ড সফর দেখি, তাহলে ওপেন থেকে শুরু করে চার-পাঁচ-ছয় নম্বরে ভারতের সব ব্যাটারই রান করেছে। শুধু তিন নম্বর জায়গাটা ঠিকঠাক করে নিতে হবে।”
মহম্মদ সিরাজকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত সৌরভ। পুরো সিরিজ ধরে দুর্ধর্ষ বোলিং করেন সিরাজ। সাধারণত লম্বা টেস্ট সিরিজের শেষদিকে পেসাররা একটু ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু সিরাজকে দেখে সেটা একবারের জন্য বোঝা যায়নি। ওভাল টেস্টের শেষদিনও নিজের সর্বস্ব উজাড় করে দেন। সেই টেস্টে জসপ্রীত বুমরা ছিলেন না। ভারতীয় পেস অ্যাটাককে নেতৃত্ব দেন সিরাজ। ম্যাচের নায়কও তিনি। ভারতীয় পেসার সম্পর্কে সৌরভ বলছিলেন, “সিরাজ এখন রোল মডেল। ইংল্যান্ডে যেভাবে বোলিং করল, সেটা দেখে দারুণ লেগেছে। ওভাল টেস্টের শেষ দিনের কথাই ধরুন। দেখে বোঝাই যাচ্ছিল নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছে। হৃদয় দিয়ে বোলিং করেছে। ভারতীয় টিমের বোলিং অ্যাটাককে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যে ওর আছে, সেটা সিরাজ বুঝিয়ে দিয়েছে। ইংল্যান্ড সফরে সিরাজ প্রমাণ করে দিয়েছে, ওকে টিমের কতটা দরকার।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.