Advertisement
Advertisement
Sourav Ganguly

রনজি অভিযান শুরুর আগে বাংলার প্র্যাকটিসে সৌরভ, ব্যাট হাতে অভিষেকদের দিলেন টিপস্ও

রনজিতে বাংলার প্রথম ম্যাচ উত্তরাখণ্ডের বিরুদ্ধে।

Sourav Ganguly reached at Bengal's team practice session ahead of Ranji Trophy

মঙ্গলবার বাংলা দলের অনুশীলনে সৌরভ গঙ্গোপাধ্যায়

Published by: Sulaya Singha
  • Posted:October 7, 2025 9:16 pm
  • Updated:October 7, 2025 9:37 pm   

স্টাফ রিপোর্টার: সকাল আটটা। বাংলার প্র্যাকটিস শুরু হয়েছে সবে। সল্টলেকের যাদবপুর ক‌্যাম্পাসের মাঠে চলে এলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ‌্যায়। ১৫ অক্টোবর থেকে এবার রনজি অভিযান শুরু করবে বাংলা। তার আগে চূড়ান্ত প্রস্তুতি চলছে। বাংলার প্র্যাকটিসে প্রায় ঘণ্টা দু’য়েক ছিলেন সৌরভ। নেটে প্রত্যেক ক্রিকেটারের ব‌্যাটিং-বোলিং আলাদা করে দেখলেন। কার কোথায় সমস‌্যা সে’সব শুনলেন।

Advertisement

ঈশান পোড়েলকে বেশ কিছুক্ষণ টিপস দিলেন। অভিষেক পোড়েলকে নিয়েও পড়ে রইলেন। ক্রিকেটারদের উদ্দেশে বার্তাও দিয়ে যান। সৌরভ বলেন, “জিমে অবশ‌্যই সময় দিতে হবে। কিন্তু সেটা করতে গিয়ে নেটে কম সময় দিলে চলবে না। ধারাবাহিকভাবে সাফল‌্য পেতে নেট প্র্যাকটিসের কোনও বিকল্প নেই। নেটে ব‌্যাটাররা যত বেশি ব‌্যাট করবে, তত লাভ হবে। তেমনই বোলারদের ক্ষেত্রেও। শুধুমাত্র জিমে গিয়ে ট্রেনিং করে লাভ নেই। কারণ বোলাররা নেটে যত বেশি বোলিং করবে, তত বেশি নিঁখুত হওয়া যাবে। জিমে কম, তোমরা নেটে সময় দাও বেশি।”

বাংলা দলের অনুশীলনে সৌরভ গঙ্গোপাধ্যায়

একইসঙ্গে সৌরভ বলেন, প্রত্যেক ক্রিকেটারের টেকনিক আলাদা আলাদা রকমের হয়। টেকনিক যার যেমনই হোক না কেন, মাঠে নেমে রান করাটাই আসল। সৌরভ এক্ষেত্রে স্টিভ স্মিথের উদাহরণ দেন। বলেন, “স্মিথ ব‌্যাটিংয়ের সময় অনেকটা বেশি শাফল করেন। যার ফলে এলবিডব্লিউ হওয়ার ঝুঁকিও থাকে। কিন্তু স্মিথ যদি শুধু সেটা নিয়ে ভাবত, তাহলে টেস্ট ক্রিকেটে ছত্রিশটা সেঞ্চুরি করতে পারত না। আউট হওয়ার ভয় নিয়ে ব‌্যাট করতে নামলে চলবে না। ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। তাহলেই সাফল‌্য আসবে।”

রনজিতে বাংলার প্রথম ম‌্যাচ উত্তরাখণ্ডের বিরুদ্ধে। পরের ম‌্যাচে প্রতিপক্ষ গুজরাট। দু’টো ম‌্যাচই ইডেনে খেলবে বাংলা। এখনও পর্যন্ত যা ঠিক আছে, উত্তরাখণ্ডের বিরুদ্ধে সবুজ উইকেটে খেলবে বাংলা। অভিমন‌্যু ঈশ্বরণ, আকাশ দীপদের এবার শুরু থেকেই পেয়ে যাচ্ছে বাংলা টিম। মহম্মদ শামিও খুব সম্ভবত শুরুর কয়েকটা ম‌্যাচে খেলবেন। যদিও শামির তরফ থেকে পরিষ্কার করে কিছু জানানো হয়নি বাংলা টিম ম‌্যানেজমেন্টকে। তবে বাংলা শিবির আশা করছে, প্রথম কয়েকটা ম‌্যাচে সামিকে পাওয়া যাবে। শামি থাকলে বাংলার পেস শক্তি যে আরও অনেক বেড়ে যাবে, সেটা বলে দেওয়াই যায়। তবে মুকেশ কুমার হয়তো প্রথম ম‌্যাচে অনিশ্চিত। তিনি এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। বাংলা অবশ‌্য মুকেশকে নিয়ে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে চাইছে। যদি এনসিএ থেকে ছাড়পত্র দেয়, তাহলে খেলতে পারবেন তিনি। মুকেশ না থাকলে বাংলার পেস অ‌্যাটাক এরকম হতে পারে- শামি, আকাশ আর ঈশান। বাঁ-হাতি স্পিনার অলরাউন্ডার হিসেবে বিশাল ভাট্টির খেলাও প্রায় নিশ্চিত। অভিমন্যুর সঙ্গে ওপেন করতে পারেন সুদীপ চট্টোপাধ‌্যায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ