Advertisement
Advertisement

Breaking News

Sourav Ganguly

জুনিয়র ক্রিকেটে জোর থেকে ভিশন প্রকল্প, ফের সিএবি প্রেসিডেন্ট হয়ে একগুচ্ছ পরিকল্পনা সৌরভের

এজিএমের পরই রাতে সিএবি কর্তারা ইডেনে চলে আসেন।

Sourav Ganguly returns as CAB president after 6 years

ছবি: সিএবি

Published by: Arpan Das
  • Posted:September 23, 2025 11:56 am
  • Updated:September 23, 2025 11:57 am   

স্টাফ রিপোর্টার: দিন কয়েক আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবির প্রেসিডেন্ট হতে চলেছেন। সোমবার শহরের এক পাঁচতারা হোটেলে সিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। সেখানেই সরকারিভাবে সৌরভকে সিএবি প্রেসিডেন্ট ঘোষণা করে দেওয়া হল। এজিএমের পরই রাতে সিএবি কর্তারা ইডেনে চলে আসেন। প্রায় ৬ বছর পর আবার সিএবি প্রেসিডেন্টের দায়িত্বে এলেন সৌরভ। এবার তাঁর কাছে প্রত্যাশা আরও অনেক বেশি।

Advertisement

বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে দারুণ সফল ছিলেন। দ্বিতীয়বার সিএবি প্রেসিডেন্টের পদে বসার পর সৌরভের ভিশন খুব পরিষ্কার। ক্রিকেট পরিকাঠামো আরও উন্নত করতে চান। জুনিয়র ক্রিকেটে আরও বেশি জোর দেবেন। তাঁর স্বপ্নের ভিশন প্রজেক্টকে নিয়েও নানা পরিকল্পনা রয়েছে তাঁর। এদিনের এজিএমে ক্লাবগুলোর অনুদান আরও কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এবার থেকে ক্লাবগুলোকে আট লক্ষ টাকা করে দেওয়া হবে।

সিএবিতে সৌরভের প্যানেল এরকম, সচিব- বাবলু কোলে, যুগ্ম-সচিব- মদন মোহন ঘোষ, কোষাধ্যক্ষ- সঞ্জয় দাস ও সহ-সভাপতি- নীতীশ রঞ্জন দত্ত। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি’র সভাপতি ছিলেন সৌরভ। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন। যে পদে তিনি ২০২২ পর্যন্ত ছিলেন। এবার ফের বঙ্গক্রিকেটের প্রশাসনিক পদে ফিরলেন ‘দাদা’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ