Advertisement
Advertisement
Sourav Ganguly and Jay Shah

‘একগুঁয়ে ভেবেছিলাম, কিন্তু ও সৎ’, জয় শাহকে দরাজ সার্টিফিকেট সৌরভের

সৌরভ বোর্ড সভাপতি থাকাকালীন সচিব ছিলেন জয় শাহ।

Sourav Ganguly said Jay Shah is honest and proper

সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:June 24, 2025 5:27 pm
  • Updated:June 24, 2025 5:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিসিসিআইয়ে একসঙ্গে কাজ করেছিলেন দুজন। সৌরভ গঙ্গোপাধ্যায় যখন বোর্ডের সভাপতি ছিলেন, তখন সচিবের দায়িত্ব ছিল জয় শাহের কাঁধে। কেমন ছিল দুজনের সম্পর্ক? কোন গুণের জন্য তিনি আলাদা? সেই ব্যাপারে মুখ খুললেন সৌরভ।

Advertisement

পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “জয় শাহের কাজের একটা নিজস্ব পদ্ধতি আছে। তবে ওর সবচেয়ে ভালো গুণ ভারতীয় ক্রিকেটের ভালোর জন্য কাজ করতে চেয়েছিল। দেখুন, ওর কাছে ক্ষমতা ছিল, সমর্থন ছিল। ফলে ওর মধ্যে একটা কাঠিন্য, একটা একগুঁয়ে মানসিকতা আশা করেছিলাম। কিন্তু ও যা করেছে ভারতীয় ক্রিকেটের জন্য করেছে।”

প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেন, “আমাদের সম্পর্ক তখনও ভালো ছিল, এখনও আছে। ও সবসময় প্লেয়ারদের সমর্থন করেছে। সময়ের সঙ্গে সঙ্গে আরও ভালো কাজ করেছে। ও খুব সৎ। ওর উপর কী চাপ আছে, সেটা ও জানে। তাই সবসময় যথাযথ ও নিখুঁতভাবে করতে চায়।”

সৌরভ ভারতীয় বোর্ডের সভাপতি ছিলেন ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত। জয় শাহ অবশ্য আরও দুবছর সচিব ছিলেন। বর্তমানে তিনি আইসিসির চেয়ারম্যান। স্বরাষ্টমন্ত্রী অমিত শাহর পুত্র একসময় গুজরাট ক্রিকেট বোর্ডের দায়িত্বে ছিলেন। সৌরভ বলছেন, “ও যখন দায়িত্বে আসে, তখন তরুণ ছিল। তবে ও সবসময় সহযোগিতা করত। ওর নিজস্ব মতামত ছিল। নিজের মতো কাজ করতে ভালোবাসে। এখন ও আইসিসি চেয়ারম্যান, যেটা আরও বড় দায়িত্ব। আমি তো এখন প্রশাসনিক দায়িত্বে নেই। কিন্তু ওর জন্য শুভেচ্ছা রইল।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ