Advertisement
Advertisement

Breaking News

Sourav Ganguly

‘যতবার খেলবে, ততবার পাকিস্তান হারবে’, এশিয়া কাপে ভারতের জয়ের পর ‘ভবিষ্যদ্বাণী’ সৌরভের

'শেষ ৫ বছরে ওরা ভারতকে কটা ম্যাচে হারিয়েছে?' প্রশ্ন সৌরভের।

Sourav Ganguly said that India will beat Pakistan in every match
Published by: Arpan Das
  • Posted:September 15, 2025 7:14 pm
  • Updated:September 15, 2025 7:45 pm   

আলাপন সাহা: তিনি যা বলেছিলেন তা যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে যে সূর্যকুমার যাদবরা অনেকটাই এগিয়ে তা আগেই বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনকী তাঁর মত ছিল, পাকিস্তান জিতলেন অঘটনই হবে। না, কোনও অঘটন ঘটেনি। প্রত্যাশামতোই সলমন আলি আঘাদের উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের পর সৌরভ বলছেন, যতবার খেলা হবে, ততবারই ভারত জিতবে।

Advertisement

পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠে গিয়েছে টিম ইন্ডিয়া। কুলদীপদের বোলিংয়ের সামনে কার্যত নাস্তানাবুদ হয়েছেন সলমনরা। অন্যদিকে শাহিন শাহ আফ্রিদির বলকে হেলায় বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন অভিষেক শর্মারা। সব মিলিয়ে অনায়াসে জিতেছে ভারত। সেই ম্যাচের বিশ্লেষণে সৌরভ বলছেন, “এই পাকিস্তান দল ওয়াসিম আক্রম, জাভেদ মিয়াঁদাদের পাকিস্তান নয়। ভারত অনেক এগিয়ে। কালকের ম্যাচেও সেটাই দেখেছি। এখন ভারত-পাকিস্তান ম্যাচ বড় ম্যাচই নয়। বাইরে থেকে উত্তেজনা তৈরি করা হয়। শেষ ৫ বছরে ওরা ভারতকে কটা ম্যাচে হারিয়েছে?”

সৌরভের প্রশ্নের উত্তর হল, ২। তাও দুটোই টি-টোয়েন্টিতে, ২০২১ ও ২০২২ সালে। পাশাপাশি বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি ফুটবলের উদাহরণ দিয়েও বিষয়টা বুঝিয়ে দিচ্ছেন। তিনি বলেন, “ম্যাঞ্চেস্টার ইউনাইটেড একসময় দারুণ ছিল। এখন ম্যাঞ্চেস্টার সিটি বলে বলে হারাচ্ছে। একই অবস্থা ভারত-পাকিস্তান ম্যাচের।” তারপরই যেন সৌরভের ঘোষণা, “যতবার খেলা হবে, ভারত ওদের হারাবে।”

উল্লেখ্য, ভারত-পাক ম্যাচের আগে সংবাদ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেছিলেন, “(পাকিস্তান) একটা ম‌্যাচেই হারাতে পারবে কি না, সন্দেহ রয়েছে। আবার পরপর দুটো ম‌্যাচে হারানোর কথা বলছেন। ওরা যাই বলুক না কেন, পাকিস্তান হারাতে পারবে না। ভারত অনেক বেশি শক্তিশালী। টি-টোয়েন্টি ক্রিকেটে এক-আধটা ম‌্যাচে রেজাল্ট একটু এদিক-ওদিক হতে পারে। কিন্তু ধারাবাহিকতার দিক থেকে ভারত অনেক বেশি এগিয়ে। যদি কোনওভাবে পাকিস্তান জেতে, সেটাই সবচেয়ে বড় অঘটন হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ